ব্রাহ্মন্দী ইউপি চেয়ারম্যান লাক মিয়া গ্রেপ্তার
লাইভ নারায়ণগঞ্জ: আড়াইহাজারের ব্রাহ্মন্দী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান লাক মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রূপগঞ্জ উপজেলায় ডেভিল হান্ট অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।
তথ্যটি নিশ্চিত করেছেন আড়াইহাজার থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) এনায়েত হোসেন। তিনি জানান, ডেভিল হান্ট অভিযানের অংশ হিসেবে যৌথ বাহিনীর অভিযানে রূপগঞ্জ উপজেলা থেকে আড়াইহাজার উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের চেয়ারম্যান লাক মিয়া গ্রেপ্তার করা হয়। লাক মিয়া বৈষম্যবিরোধী ছা্ত্র আন্দোলনে হত্যা ও হত্যাচেষ্টার একাধিক মামলার আসামি।