মঙ্গলবার, এপ্রিল ২৯, ২০২৫
রাজনীতি

জেলা বিএনপির সমাবেশে টিটু-রিয়াদের তাক লাগানো শোডাউন

লাইভ নারায়ণগঞ্জ: ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু ও সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরীর নেতৃত্বে দিয়ে হাজার হাজার নেতাকর্মী নিয়ে জেলা বিএনপির সমাবেশস্থলে যোগদান করেছে।

শহরের খানপুর এলাকায় জেলা বিএনপি আয়োজিত সমাবেশ বিকেল তিনটার দিকে শুরু হওয়ার কথা থাকলেও বেলা ১ টা থেকে ফতুল্লা থানার প্রতিটি ইউনিয়ন সহ বিভিন্ন ওয়ার্ডের নেতা-কর্মীরা রং বে-রংয়ের ব্যানার-ফ্যস্টুন নিয়ে চাষাড়া রাইফেল ক্লাব সংলগ্ন পেট্রোল পাম্পের সামনে মূল মিছিলে অংশগ্রহন করে। পরে সেখান থেকে থানার বিভিন্ন এলাকা থেকে আসা হাজার হাজার নেতা-কর্মী শহিদুল ইসলাম টিটু ও রিয়াদ মোহাম্মদ চৌধুরীর নেতৃত্বে মিছিল নিয়ে সমাবেশস্থলে যোগদান করে।

RSS
Follow by Email