বুধবার, ফেব্রুয়ারি ২৬, ২০২৫
রাজনীতি

বিডিআর বিদ্রোহে নিহতদের স্মরণে মহানগর বিএনপির দোয়া

লাইভ নারায়ণগঞ্জ: বিডিআর বিদ্রোহে নিহতদের স্মরণে দোয়ার আয়োজন করেছে মহানগর বিএনপি। মঙ্গলবার ( ২৫ ফেব্রুয়ারি) বাদ মাগরিব আমলাপাড়া আশরাফিয়া জামে মসজিদ প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এসময়ে জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে পিলখানার বিডিআর বিদ্রোহে নিহতদের আত্মার মাগফেরাত ও বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফেরাত ও বিএনপি’র চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা এবং বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সু- স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়।

এসময়ে দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু, বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এড. রফিক আহমেদ, ডা. মজিবুর রহমান, বরকত উল্লাহ, মাকিত মোস্তাকিম শিপলু, বন্দর থানা বিএনপির সভাপতি শাহেনশাহ আহম্মেদ, সাবেক আহ্বায়ক নুর মোহাম্মদ পনেছ, বিএনপি নেতা নাজমুল হক, চঞ্চল মাহমুদ, ইকবাল হোসেন, শাহাদুল্লাহ মুকুল, সাইফুল ইসলাম বাবু, হিরা সরদার, ইকবাল হোসেন, সোহেল খান বাবু, কাজী নাঈম, শাহজালাল সরদার, আল আরিফ, গোগনগর বিএনপির সভাপতি আক্তার হোসেন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন মিয়াজী, মহানগর শ্রমিক দলের সদস্য সচিব ফারুক হোসেন,মহানগর ওলামা দলের সভাপতি হাফেজ মামুনসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

RSS
Follow by Email