সারা দেশে অব্যাহত খুন-ধর্ষণের প্রতিবাদে নগরীতে মিছিল-সমাবেশ
লাইভ নারায়ণগঞ্জ: সারা দেশে অব্যাহত খুন-ধর্ষণের প্রতিবাদে নগরীতে সমাবেশ ও মিছিল করেছে ‘কথন’ সংগঠন। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) চাষাড়া শহীদ মিনারে সমাবেশ শেষে মিছিল নিয়ে প্রেসক্লাবে গিয়ে শেষ হয়।
কথনের উপদেষ্টা সাদেকুল ইসলাম সাদিক বলেন, আমরা কথন কে গড়ে তুলেছি সামাজিক সাংস্কৃতিক অবক্ষয় রোধে মানুষকে সংগবদ্ধ করতে। সারা দেশে যেভাবে খুন-ধর্ষণ এর ঘটনা ঘটছে আমরা কথন পরিবার বসে থাকতে পারি না। আমরা ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই একই সাথে আমরা এই কথাও বলতে চাই, যে সমাজ প্রতিদিন ধর্ষকের জন্ম দেয়, নারীর প্রতি ভোগবাদী মানসীকতাকে উষ্কে দেয়, নারীকে পণ্য হিসেবে উপস্থাপন করে সে সমাজ পাল্টাবার পরিপুরক সমাজব্যবস্থা আমাদের গড়ে তুলতে হবে।
সদস্য মাহমুদুর রহমান বিজয়ের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, সাদিয়া সুলতানা জুথি, হামিদা খাতুন, কাশফিয়া, সানজিদা প্রমুখ।