৯ দফা দাবি নিয়ে শ্রম উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান
লাইভ নারায়ণগঞ্জ: ৯ দফা দাবি নিয়ে শ্রম উপদেষ্টা বরাবর জেলা প্রসাশনের কাছে স্মারকলিপি প্রদান করেছে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ)। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে জেলা প্রশাসকের অনুপস্থিতিতে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাকিব আল রাব্বি স্মারকলিপিটি গ্রহণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন, শ্রমিক কর্মচারী সংগ্রাম পরিষদ (স্কপ) নারায়ণগঞ্জ জেলার সমন্বয়ক হাফিজুল ইসলাম, জাতীয় শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় নেতা হিমাংশু সাহা, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি আবু নাঈম খান বিপ্লব, ট্রেড ইউনিয়ন কেন্দ্র নারায়ণগঞ্জ জেলার সভাপতি আব্দুল হাই শরীফ, জাতীয়তাবাদী শ্রমিক দল নারায়ণগঞ্জ মহানগরের সদস্যসচিব ফারুক হোসেন, জাতীয় শ্রমিক জোট নারায়ণগঞ্জ জেলার সভাপতি সৈয়দ হোসেন, শ্রমিক নেতা সেলিম মাহমুদ, গোলাম মোস্তফা সাচ, ইকবাল হোসেন, সাইফুল ইসলাম শরীফ।
স্মারকলিপি প্রদান শেষে এক সংক্ষিপ্ত বক্তব্যে নেতৃবৃন্দ বলেন, দেশের উন্নয়ন ও অর্থনৈতিক প্রবৃদ্ধিতে শ্রমিকদের অবদান অনস্বীকার্য হলেও তারা ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। স্বাধীনতার ৫৩ বছর পরও শ্রমিকদের জীবনমান উন্নত হয়নি। তারা ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ, আবাসন, চিকিৎসা ও পেনশনসহ মৌলিক অধিকার থেকে বঞ্চিত হয়ে আসছেন। ২০২৪ সালের জুলাই-আগস্ট আন্দোলনে শ্রমিকদের বিশাল অংশগ্রহণ ছিল, কিন্তু এখনও তাদের দাবিগুলো বাস্তবায়ন করা হয়নি। বিগত সরকারগুলো শ্রমিকদের দাবি উপেক্ষা করেছে। তবে শ্রমজীবীদের ন্যায্য অধিকার আদায়ে ৯ দফা বাস্তবায়ন করতে হবে। ৭১ ও ২৪-এর বৈষম্য দূর করে শ্রমের মর্যাদা প্রতিষ্ঠা করতে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।