রাজপথ থেকেই জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করতে বাধ্য করবো: মামুন মাহমুদ
লাইভ নারায়ণগঞ্জ: বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ বলেছেন, আজ বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমান ইন্তেকাল করেছেন। তার মৃত্যুতে গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি। ২৫ ফেব্রুয়ারি পিলখানায় ৫৭জন অফিসারসহ অসংখ্য মানুষ নিহত হয়েছিলেন। সেই হত্যা কান্ডের বিচারের দাবি করছি ও নিহত সেনা সদস্যদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। গত ১৭ বছর ফ্যাসিস্ট খুনি হাসিনা বিরোধী আন্দোলনে আমাদের যে সকল নেতাকর্মীরা শাহাদাৎ বরণ করেছেন, গুম, নির্যাতনের শিকার হয়েছে। তাদের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে ও ত্যাগের কথা স্বরণ করছি।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে নগরীর মেট্রোহল এলাকায় জেলা বিএনপির আয়োজিত বিশাল জনসমাবেশে তিনি এসব কথা বলেন। এ সময় জনসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
অধ্যাপক মামুন মাহমুদ বলেন, আমরা গত ১৭ বছর তিনটি দাবিতে রাজপথে লড়াই সংগ্রাম করেছি। সেই দাবির একটি ছিলো শেখ হাসিনাকে পদত্যাগ করতে হবে। সেটি পূরণ হয়েছে, শেখ হাসিনা পদত্যাগ করে বাংলাদেশের জনগণের প্রতিরোধের মুখে বিতারিত হয়েছে। আরও দুটি দাবি ছিলো, একটি ছিলো অর্ন্তবর্তী কালীন সরকারের মাধ্যমে একটি অবাধ সুষ্ঠ নির্বাচনের ব্যবস্থা করতে হবে। আরেকটি ছিলো আমাদের প্রিয় নেতা তারেক রহমানকে বাংলাদেশের মাটিতে ফিরিয়ে আনতে হবে। এখনো দুটি দাবি পূরণ হয়নি, সুতরাং আমরা আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছেড়ে যাবো না। তাই আপনাদের সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানাচ্ছি।
তিনি বলেন, অর্ন্তবর্তীকালীন সরকারের কাছে জোর দাবি জানাই, অবিলম্বে জাতীয় সংসদ নির্বাচনের দিন তারিখ ঘোষণা করেন। বাংলাদেশের মানুষ ১৭ বছর যে লড়াই সংগ্রাম করেছে, রক্ত দিয়েছে, সেই রক্তের প্রতি শ্রদ্ধা দেখান। নতুবা আমরা এখনো রাজপথ ছেড়ে যাইনি, আর রাজপথ থেকেই জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করতে আপনাদের বাধ্য করবো ইনশাআল্লাহ। অবিলম্বে আমাদের নেতা তারেক রহমানকে বাংলাদেশে ফিরিয়ে আনার সকল ব্যবস্থা আপনারা গ্রহন করুন।
এ সময় আরও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির ১ম যুগ্ম আহ্বায়ক হয়েছেন মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু, যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজিব, শরীফ আহমেদ টুটুল, সদস্য ও সাবেক সংসদ সদস্য মুহাম্মদ গিয়াস উদ্দিন, মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, জেলা যুবদলের আহ্বায়ক সাদেকুর রহমান সাদেক, সদস্য সচিব মশিউর রহমান রনিসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।