সোনারগাঁয়ে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগ, কিশোর আটক
লাইভ নারায়ণগঞ্জ: সোনারগাঁয়ে এক শিশু (৬)কে ধর্ষণের চেষ্টার অভিযোগে এক কিশোরকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। সোমবার রাত সাড়ে ৯টার দিকে কাঁচপুরের পাটহাত্তা এলাকায় ওই ঘটনা ঘটে। তথ্যটি লাইভ নারায়ণগঞ্জকে নিশ্চিত করেছেন সোনারগাঁও থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) এম এ বারী।
স্থানীয় জনতা ও পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত কিশোর কাঁচপুরের পাটহাত্তা এলাকার ভাড়াটিয়া। ভুক্তভোগীকে নিজ ঘরের ওয়াশরুমে নিয়ে ধর্ষণের চেষ্টা করে অভিযুক্ত। এমন অভিযোগে এলাকাবাসী তাকে আটকের পর মারধর করে পুলিশে সোপর্দ করে।
সোনারগাঁও থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) এম এ বারী জানান, অভিযুক্তকে স্থানীয় জনতা আটকের খবরের সঙ্গে সঙ্গে আমাদের টিম ঘটনাস্থলে পৌঁছে তাকে থানায় নিয়ে আসে। তার বিরুদ্ধে ধর্ষণের চেষ্টা একটি মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তকে আদালতে প্রেরণ করা হয়েছে ওই মামলায়।