মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৫
Led05সিদ্ধিরগঞ্জ

সিদ্ধিরগঞ্জে ‘মল্লিক এগ্রো ফুড’ কারখানায় অভিযান, জরিমানা-সিলগালা

লাইভ নারায়ণগঞ্জ: সিদ্ধিরগঞ্জে ‘মল্লিক এগ্রো ফুড’ কারখানায় অভিযান চালিয়েছে বিএসটিআই এর ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে সিদ্ধিরগঞ্জ থানার নিমাই কাশারী এলাকায় বিএসটিআই’র নিবার্হী ম্যাজিস্ট্রেট কানিজ ফাতেমা’র নেতৃত্বে ওই অভিযান পরিচালনা করা হয়।

এ সময় মল্লিক এগ্রো ফুড কারখানার মালিক মো. হেলাল মল্লিককে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদার করা হয়। এছাড়া তৈরীকৃত নকল খাদ্য সামগ্রী জব্দসহ কারখানা সিলগালা করে দেন ভ্রাম্যমাণ আদালত।

বিএসটিআই’র জানায়, অভিযানে জুস বানানোর মেশিন ও জুস তৈরির নিম্নমানের উপকরণ মালামাল জব্দ করার পাশাপাশি কারখানা সিলগালা করা হয়। এ সময় কারখানার মালিককে পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড, নকল মাল জব্দ করে কারখানা সিলগালা করেন ভ্রাম্যমাণ আদালত।

RSS
Follow by Email