সোনারগাঁয়ে চোরচক্রের সদস্য অভিযোগে আটক ২
লাইভ নারায়ণগঞ্জ: সোনারগাঁয় গরু চোরচক্রের সদস্য অভিযোগে ২ যুবককে আটক করেছে পুলিশ। সোমবার (২৪ ফেব্রুয়ারি)এ তথ্য নিশ্চিত করে সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল বারী। এর আগে রবিবার রাতে গোপন সংবাদের ভিক্তিতে উপজেলার বারদী ইউনিয়নের মান্দারপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
আটককৃত জাহাঙ্গীর উপজেলার বারদী ইউনিয়নের মান্দারপাড়া গ্রামের আম্বর আলীর ছেলে ও জোবায়ের একই এলাকার মো. হানিফ মিয়ার ছেলে। তারা দুইজনই আন্তঃজেলা গরু চোরচক্রের সদস্য।
পুলিশ জানায়, গত রবিবার রাতে গোপন সংবাদের ভিক্তিতে উপজেলার বারদী ইউনিয়নের মান্দারপাড়া এলাকায় অভিযান চালিয়ে আন্তঃজেলা গরু চোরচক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে রুপগঞ্জ ও মির্জাপুরসহ বিভিন্ন থানায় একাধিক গরু চুরির মামলা রয়েছে। সোমবার দুপুরে গ্রেপ্তারকৃতদের নারায়ণগঞ্জ আদালতে তোলা হলে তাদের কারাগারে পাঠানো হয়।