সারাদেশে নারী-শিশু ধর্ষনের প্রতিবাদে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সমাবেশ
লাইভ নারায়ণগঞ্জ: সারাদেশে নারী-শিশু ধর্ষনের প্রতিবাদে সমাবেশ করেছে জেলা সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট। রবিবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় নারায়ণগঞ্জ জিয়া হলের সামনে অমর একুশ বই মেলায় সংগঠনের স্টলে প্রতিবাদী সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নারায়ণগঞ্জের আহবায়ক সাইফুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা সংগঠক আহমেদ রবীন স্বপ্ন, সরকারি তোলারাম কলেজের সংগঠক ইফতি আহমেদ জিহাদ, নারায়ণগঞ্জ কলেজের আহবায়ক শিফা, হাবিব, আবিদ প্রমুখ।
বক্তারা বলেন, মহান একুশে ফেব্রæয়ারি ফুল কুড়াতে গিয়ে শিশু ধর্ষনের শিকার সহ সারাদেশে অব্যাহত নারী ও শিশু ধর্ষন এবং গত ৪৮ ঘন্টায় ১৮ অধিক নারী ও শিশু ধর্ষনের শিকার হয়। অভিলম্বে এই ঘটনার সাথে যারা জড়িত তাদের সকলকে আইনের আওতায় এনে বিচার করতে হবে এবং একই সাথে নারীদের নিরাপত্তার জন্য যথাযথ কার্যকর পদক্ষেপ।