মার্চে বাজারে আসছে নতুন নোট, কেন্দ্রীয় ব্যাংকের বিজ্ঞপ্তি
লাইভ নারায়ণগঞ্জ: আগামী মার্চ মাসেই বাজারো নতুন নোট আসবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। এবছরের মার্চ মাসের ১৯ থেকে ২৫ তারিখ পর্যন্ত ঢাকা বিভাগের বিভিন্ন তফসিলি ব্যাংকের ৮০টি শাখার মাধ্যমে নতুন নোট বিনিময় করা হবে। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের যোগাযোগ ও প্রকাশনা বিভাগ (ডিসিপি) এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘নতুন ডিজাইনের নোট মুদ্রণের কার্যক্রম বর্তমানে চলমান রয়েছে। যা আগামী এপ্রিল-মে ২০২৫ এর মধ্যেই বাজারে প্রচলনে দেয়ার জন্য প্রস্তুতি পুরোদমে এগিয়ে যাচ্ছে। তবে তার পূর্ববর্তী সময় পর্যন্ত বাজারে নগদ অর্থের চলমান চাহিদা মেটানোর লক্ষ্যে বিদ্যমান ডিজাইনের পূর্বে মুদ্রিত ফ্রেশ নোট প্রচলনের জন্য বাজারে দিতে হচ্ছে। বাজারে পরিচ্ছন্ন নোট প্রচলন নিশ্চিতকল্পে বাংলাদেশ ব্যাংক বাজারের অপ্রচলনযোগ্য বা ছেঁড়া-ফাটা নোট উত্তোলন করে যথা নিয়মে ধ্বংস করে থাকে এবং তদস্থলে ফ্রেশ নোট প্রতিস্থাপন করে, যা বাংলাদেশ ব্যাংকের দৈনন্দিন কার্যক্রমের একটি অংশ।’