দ্রব্যমূল্যের বৃদ্ধি ও নির্বাচনের দাবিতে আবারও মাঠে নামতে হবে: মামুন মাহমুদ
লাইভ নারায়ণগঞ্জ: বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ বলেছেন, বর্তমান অন্তর্বতী সরকার দ্রব্যমূল্যের দাম কিছুতেই কমাতে পারছে না। এই সরকার ৬ মাসে জিনিস পত্রের দাম কমাতে পারছে না। এমনকি নির্বাচনের কোন রোডম্যাপ দিচ্ছে না কবে কখনো নির্বাচন হবে। দ্রব্যমূল্যের বৃদ্ধি ও নির্বাচনের দাবিতে আমাদের আন্দোলনের জন্য আবারও মাঠে নামতে হবে। আমরা অতিতেও জনগনের ভোটের আদায়ে আমরা আন্দোলনে রাজপথে ছিলাম। জনগনের অধিকার আদায়ের জন্য বিএনপি সব সময় আন্দোলন সংগ্রামের জন্য প্রস্তুত। আর বিএনপি রাষ্ট্র ক্ষমতায় না যেতেই সামাজিকতার কাজ করে যাচ্ছে। আর রাষ্ট্র ক্ষমতায় আসলে বিএনপি কি করবে তা আমাদের ৩১ দফায় তা উল্লেখ করা রয়েছে।
তিনি বলেন, কমিটি গঠনে ত্যাগীদের মূল্যায়ন করা হবে বলে জানিয়ে নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক মামুন বলেছেন, গত ১৫ বছরে জনগন স্বাভাবিক ভাবে নি:শ্বাস ফেলতে পারে নাই। আমরা চাই অতিতের কর্মকান্ড যেন আমাদের মধ্যে থাকে। জনগনের প্রতি আস্থা তৈরি করতে হবে। আমরা জনগনের সঙ্গে থাকবো এবং জনগণকে সঙ্গে রাখবো। ভোটের অধিকারের আদায়ের জন্য জনগণকে সঙ্গে নিয়ে যেভাবে আন্দোলন সংগ্রাম করেছি জনগনকে সাথে নিয়ে সামনের দিকে পথ চলতে চাই। আমরা জনগনকে ফেলে কখনো পালাবো না। বহু হামলা মামলার শিকার হয়েছি কখনো জনগনকে ফেলে পালিয়ে যাইনি। কিন্তু অতিতে দেখেছি বাঘ ভাল্কুকরা জনগনকে ফেলে পালিয়ে গেছে। তারা দেশের হাজার হাজার কোটি টাকা দেশের বাহিরে পাচার করেছে।
তিনি আরও বলেন, আজকে ইউনিয়ন যুবদল আরাফাত রহমান কোকো স্মৃতিতে খেলাধুলার আয়োজন করেছে তাদেরকে আমি ধন্যবাদ জানাই। কারণ বিগত সময়ে দেখছি যুবলীগ, ছাত্রলীগ কি করতো। তারা ক্ষমতাকে কুক্ষিগত করে ক্ষমতাকে অবৈধ কাজে ব্যবহার করেছে। মানুষকে হয়রানী সহ চাঁদাবাজি, লুটতরাজ এবং মাদকের কারবারী করতো। আর আমাদের যুবদলের নেতাকর্মীরা মোবাইলের মধ্যে পড়ে না থেকে সবাইকে খেলাধুলার জন্য মাঠে নিয়ে এসেছে।
শনিবার রাতে ফতুল্লার ধর্মগঞ্জ চটলার মাঠে এনায়েতনগর ইউনিয়ন যুবদলের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে এনায়েতনগর ইউনিয়ন যুবদলের সভাপতি মনির হোসেনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক খায়রুল আলমের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু। এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি।