সোনারগাঁয়ে ব্যাংকের এসির কম্প্রেসার বিস্ফোরণ, ২জন নিহত
লাইভ নারায়ণগঞ্জ: সোনারগাঁয়ের একটি ব্যাংকের এসির কম্প্রেসার বিস্ফোরণে দগ্ধ হয়ে নামে দুই যুবক নিহত হয়েছেন। তথ্যটি লাইভ নারায়ণগঞ্জকে নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন।
এর আগে, রবিবার (২৩ ফেব্রুয়ারি) সোনারগাঁয়ের কাঁচপুরে একটি বেসরকারি ব্যাংকের এসির কম্প্রেসার বিস্ফোরণে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- চাঁদপুরের তুহিন(২৬) ও লক্ষীপুর কমলগঞ্জের রাফি (২৩)।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন জানান, ঘটনাস্থলে আমাদের টিম কাজ করছে। দুজন নিহতের খবর প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। তাদের বিস্তারিত নাম পরিচয় নেয়ার চেষ্টা চলছে।