মঙ্গলবার, আগস্ট ৫, ২০২৫
Led01Led02Led05জেলাজুড়ে

না.গঞ্জে ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযান: আ.লীগ নেতাসহ ৩৩ জন গ্রেপ্তার

লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানে ৬ জন ও পুলিশের অভিযানে আওয়ামী লীগ ও জাপা নেতাসহ ২৭ জনসহ মোট ৩৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার (২৩ ফেব্রুয়ারি) দিনগত রাতে বিভিন্ন থানার এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে কারো কারো বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও হত্যার মামলা রেয়েছে। এছাড়া বিভিন্ন মামলার ওয়ারেন্ট আছে তাদের বিরুদ্ধে।

গ্রেফতারকৃতরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও হত্যার অভিযোগে করা একাধিক মামলার অভিযুক্ত আসামী ৬ জন। এছাড়াও বিভিন্ন মামলার ওয়ারেন্ট সহ মামলার অভিযুক্ত আসামী ২৭ জনসহ মোট ৩৩ জনকে গ্রেপ্তার করেছে।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) তারেক আল মেহেদী। তিনি জানান, নারায়ণগঞ্জে অপারেশন ডেভিল হান্ট অভিযানে জেলার বিভিন্ন থানা এলাকা থেকে ৬ জন গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা জেলায় অস্থিতিশীলতা সৃষ্টি ও পরিকল্পনাকারী।

অপারেশন ডেভিল হান্ট অভিযানে গ্রেফতারকৃতরা হচ্ছে, সিদ্ধিরগঞ্জ আওয়ামী লীগ নেতা ফারুকুল ইসলাম ফারুক (৫০), বন্দর ২নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম উরফে রেজু (৫৪), রূপগঞ্জ দাউদপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইমান আলী (৪৭), আড়াইহাজার গোপালদী পৌরসভার ৫নং ওয়ার্ড সভাপতি মো. মঞ্জুর আলী (৫৯), সোনারগাঁও সনমান্দি ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক হযরত আলী (৫০) ও সম্ভুপুরা ইউনিয়ন যুবলীগের সদস্য ও ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সদস্য মো. ইরাক (৩০)।

RSS
Follow by Email