রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫
রাজনীতি

নির্বাচন না দিলে আমরা আবারও মাঠে নামবো: সানি

লাইভ নারায়ণগঞ্জ: জাসাস কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক ও নারায়ণগঞ্জ বিএনপির নেতা আনিসুল ইসলাম সানি বলেন, আপনারা নির্বাচন নিয়ে টালবাহানা শুরু করেছেন। সংসদ নির্বাচন হবে না, স্থানীয় সরকার নির্বাচন হবে এ নিয়ে ধোঁয়াশা সৃষ্টি করছেন। আমাদের বক্তব্য পরিষ্কার, সর্বপ্রথম জাতীয় নির্বাচন দিতে হবে। যদি জাতীয় নির্বাচন না দেওয়া হয়, তাহলে শেখ হাসিনাকে পতনের জন্য যেভাবে নেতাকর্মীরা মাঠে নেমেছিলো, ঠিক তেমনি আমরা আপনাদের বিরুদ্ধেও মাঠে নামবো।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগারে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জাসাসের একটি আলোচনা সভা ও সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

এসময় তিনি আরও বলেন, স্বৈরাচার সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে যাননি, তাকে সরকারের ব্যবস্থাপনায় ‘সেইফ এক্সিট’ দেওয়া হয়েছে। এখনো ষড়যন্ত্র চলছে। প্রশাসন, পুলিশ বাহিনী, সিভিল প্রশাসনে আওয়ামী লীগের অনেক দোসর এখনও ঘাপটি মেরে রয়েছে। তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনতে হবে।

সভায় মহানগর জাসাসের সভাপতি মো. স্বপন চৌধুরীর সভাপতিত্বে আরও বক্তৃতা দেন, নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. সরকার হুমায়ুন কবীর, জেলা জাসাস সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ, জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলাম রবি, মহানগর জাসাসের সহ-সভাপতি হাজ্বী শাহীন, বিএনপি নেতা নাদিম হাসান মিঠু, সদর থানা জাসাসের সভাপতি জিকু খান, সাধারণ সম্পাদক এড. গালিব।

এছাড়া, আরও উপস্থিত ছিলেন, মহানগর জাসাসের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন স্বাধীন, জেলা জাসাস নেতা আলমগীর হোসেন, ডিএইচ বাবুল, আব্দুল্লা আল মুজিব, এস আলম সাইদুল, এএইচ এম সাত্তার, শাহাদাৎ হোসেন সাধু, আব্দুল লতিফ তুষার, ইকবাল হোসেন, এড. মতিন, মো. শাহীন, শামীম ঢালী, আব্দুল হাই সহ নারায়ণগঞ্জ মহানগর ও জেলা জাসাস নেতৃবৃন্দ।

RSS
Follow by Email