মাতৃভাষা দিবস জেলা বিএনপি’র শ্রদ্ধায় জনতার ঢল
লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহরের চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির নেতাকর্মীরা।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকাল দশটায় মিছিল নিয়ে শহীদ মিনারে যান বিএনপি নেতাকর্মীরা।
এসময় নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক মামুন মাহমুদ, প্রথম যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু, যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীবের নেতৃত্বে জেলা বিএনপির বিভিন্ন ইউনিটের হাজার হাজার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।