না.গঞ্জে ভাষা শহীদদের শ্রদ্ধা নিবেদন, দোয়া ও মোনাজাত
লাইভ নারায়ণগঞ্জ: গভীর শ্রদ্ধায় ভাষা শহীদদের স্মরণ ও তাদের রূহের মাগফেরাত কামনায় দোয়ার মাধ্যমে নারায়ণগঞ্জে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) প্রথম প্রহর রাত ১২টা ১ মিনিটে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) মো. জাহিদুল ইসলাম মিঞার নেতৃত্বে ফুল দিয়ে ওই শ্রদ্ধা জানানো হয়।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রথমে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা শহীদের বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর একে একে জেলা পুলিশ সুপার, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন, ফায়ার সার্ভিস, সিভিল সার্জনের পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।
এছাড়াও নারায়ণগঞ্জ মহানগর বিএনপি ও বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। পরবর্তীতে সর্বস্তরের মানুষের জন্য শহীদ মিনার উন্মুক্ত করে দেয়া হয়। রাতেই শহীদ মিনারে জনসাধারণের ঢল নামে। সকলেই ফুলেল শ্রদ্ধায় ভাষা শহীদদের স্মরণ করেন।
এর আগে রাত পৌনে ১২ টায় জেলা ও মহানগর জামায়াতে ইসলামীর পক্ষ থেকে শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শুরা সদস্য মাওলানা মাঈনুদ্দিন আহমেদ ভাষা শহীদদের জন্য দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।