না.গঞ্জে নুসরাত তাবাসসুম ‘রান্নাঘরে কাজের সময় আলেচনা করুন দেশ কোনদিকে যাচ্ছে’
লাইভ নারায়ণগগঞ্জ: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য নুসরাত তাবাসসুম বলেছেন, আমাদের জন্য কঠিন সিদ্ধান্ত কী হয়। প্রতিদিন রাতে আমাদের সিদ্ধান্ত নিতে হয় পরেরদিন সকালে কী রান্না হবে। বাড়ির পুরুষদের জিজ্ঞেস করবেন, তারা উত্তর দিতে পারবে না। তাহলে এসকল সিদ্ধান্ত নিতে পারলে পলিটিক্যাল ও দেশের সিদ্ধান্ত নেয়া তো এতটা কঠিন না। নারীরা বাচ্চারা কীভাবে পড়বে কোন কোচিংয়ে পড়বে সেটা নারীরা ঠিক করতে পারলে দেশের জন্য কোনটা সঠিক সে সিদ্ধান্তও নারীরা নিতে পারবে।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জের আলী আহম্মদ চুনকা নগর পাঠাগার ও মিলনায়তনে, জাতীয় নাগরিক কমিটির উদ্যোগ জুলাই অভ্যুত্থানে নারীর ভূমিকা নিয়ে নারী সমাবেশে তিনি এসব কথা বলেন।
নুসরাত তাবাসসুম বলেন, আপনাদের যারা বাড়িতে আছে তাদের গিয়ে বলবেন এ কথাগুলো। ঘরে বসে বক্তব্য দিয়ে কাজ হয় না। কাজ হবে যখন আপনারা কথা বলবেন। রান্নাঘরে কাজ করতে করতেও আলেচনা করুন দেশ কোনদিকে যাচ্ছে তা নিয়ে। আপনারা সরাসরি রাজনীতিতে আসুন। এর মানে এই না আপনাকে নির্বাচন করতে হবে। ভোট দেয়াও একটি রাজনীতি।
তিনি বলেন, নারীর একটি ভোট পুরুষেরও একটি ভোট। আপনার ভোট ও পুরুষের ভোটের সমান ক্ষমতা। আপনাদের জানার প্রয়োজন নেই যে আপনাদের বক্তব্য কেউ শুনছে না। আমরা জনমত করতে গিয়ে নারীদের মতামত সবচেয়ে বেশি পেয়েছি।
তিনি আরও বলেন, একজন নারী যখন বলে আমি শেখ হাসিনার বিচার চাই। এটা অনেক বেশী শক্তিশালী একটি বক্তব্য। একজন নারী যদি বলে দেশের অর্থনৈতিক উন্নয়ন করাবে সেটা অনেক শক্তিশালী। আপনারা যদি এভাবে বক্তব্য চালান তবে আপনারা আপনাদের অধিকার আদায় করে নিতে পারবেন।