ওসির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইসলামী আন্দোলন সিদ্ধিরগঞ্জ শাখার নেতৃবৃন্দ
লাইভ নারায়ণগঞ্জ: ইসলামী আন্দোলন বাংলাদেশ সিদ্ধিরগঞ্জ থানার উত্তর ও দক্ষিণ শাখার নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সিদ্ধিরগঞ্জ থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) শাহীনূর আলম এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুর ১২ টায় ওই সাক্ষাত করে তারা।
এসময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর সেক্রেটারি মুহাম্মদ সুলতান মাহমুদ, সিদ্ধিরগঞ্জ থানা উত্তরের সভাপতি মুহা. ইসমাইল, সহ-সভাপতি মোঃ বিল্লাল হোসেন সেক্রেটারি সাইয়্যেদ রিদওয়ান, দক্ষিণের সভাপতি মুহা. সোহেল প্রধান, সেক্রেটারি আ. মজিদ সহ অন্যান্য নেতৃবৃন্দ।
সাক্ষাতকালে কমিটির দায়িত্বশীল ওসির সাথে পরিচয় হন এবং বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।