বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
ধর্ম

ফকিরটোলা শবে বরাতে হবে ‘সালাতুজ তাজবী’

লাইভ নারায়ণগঞ্জ: নগরীর ফকিরটোলা জামে মসজিদে এবারের শবে বরাতের রজনীতে ২৬ তম বার্ষিক সালাতুজ তাজবী নামাজ অনুষ্ঠিত হবে। বুধবার (১২ ফেব্রুয়ারি) কমিটির সাধারণ সম্পাদক হাজী শাহ মোঃ আব্দুর রহমান এক বার্তায় এ তথ্য জানায়।

প্রায় দু’ শ বছরের প্রাচীন ফকিরটোলা মসজিদে শুক্রবার রাত ১২ টায় অনুষ্ঠিত হবে সালাতুজ তাজবী নামাজ। এতে ছয় হাজার মুসুল্লীর অংশগ্রহনের সম্ভাবনা রয়েছে।

বার্তায় তিনি বলেন,‘নারায়ণগঞ্জ জেলার মধ্যে সর্ব প্রথম ফকিরটোলা জামে মসজিদে ২৬ বছর আগে শবে বরাতের রজনীতে সালাতুজ তাজবী নামাজ জামাতের সাথে আদায়ের রীতি চালু হয়।ঝড় তুফান, করোনা মহামারীর মাঝেও রীতি চলমান ছিলো।কোন বাধা ফকিরটোলা মসজিদের সালাতুজ তাজবী নামাজ বন্ধ করতে পারেনি।মসজিদের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় তলা পূর্ন হয়ে শহীদ সোহরাওয়ার্দী সড়ক ও বিভিন্ন ভবনের ছাদে মুসুল্লীরা অবস্হান নিয়ে প্রতি বছর সালাতুজ তাজবী নামাজ আদায় করেন।ফকিরটোলা মসজিদের বহু বছর পর নগরীর অন্য ক’ টি মসজিদে সালাতুজ তাজবী নামাজের জামাত প্রচলন শুরু হয়।কিন্তু ফকিরটোলা মসজিদের মুসুল্লী সংখ্যা না কমে বরং বৃদ্ধি পেতে থাকে।গত বছর পাচঁ হাজার মুসুল্লীর জন্য নেওয়াজের আয়োজন ছিলো। এবার ছয় হাজার মুসুল্লীর অংশগ্রহন হবে বলে আশা করছি। মুসুল্লীদের নামাজ শেষে প্রতি বছরের মতো এবারও বিরিয়ানী নেওয়াজ পরিবেশনের ব্যবস্থা করা হয়েছে।’

ফকিরটোলা মসজিদের খতিব মুফতি হাফেজ নাহিদুল ইসলাম বলেন, ‘ত্রিভূবনের নবী, রাহমাতুল্লিল আলামিন, মুহাম্মাদুর রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) সালাতুজ তাজবী নামাজ আদায় করতেন।শাফিয়্যাল মুজনেবীন আহমদ মুজতবা (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) উম্মতদেরকে প্রতি দিন–একবার, না পারলে–সপ্তাহে একবার, না পারলে–মাসে একবার, না পারলে–বছরে একবার, না পারলে–জীবনে একবার হলেও সালাতুজ তাজবী নামাজ আদায় করার জন্য হুকুম করেছেন।অত্যান্ত বরকতময়,ফজিলত পূর্ন সালাতুজ তাজবী নামাজ আরবের কোন কোন দেশের মসজিদে জামাতের সাথে আদায় করা হয়।খতিব নাহিদুল ইসলাম মুসলমানদেরকে সালাতুজ তাজবী নামাজে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানিয়েছেন।’

RSS
Follow by Email