বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
Led05ধর্ম

মাদ্রাসা ও কলেজের অধ্যক্ষদের সাথে ইসলামী ছাত্র আন্দোলনের সাক্ষাৎ

# ছাত্র সমাজ এগিয়ে আসলে সমাজের পরিবেশ সুন্দর হবে: অধ্যক্ষ মাওলানা ফয়েজ উল্লাহ
# মানবিক মূল্যবোধ দিয়ে একটি কল্যাণ রাষ্ট্র গঠন সম্ভব: অধ্যক্ষ ড. রুমন রেজা
# অধ্যক্ষ মহোদ্বয় দেশ গঠনে বিভিন্ন বিষয় পরামর্শ দিয়েছেন :শাহীন

লাইভ নারায়ণগঞ্জ: মাদ্রাসা ও কলেজের অধ্যক্ষ দের সাথে সৌজন্য সাক্ষাৎ করলো ইসলামী ছাত্র আন্দোলন এর নেতৃত্বেবৃন্দ। বুধবার (১২ রফয়ারি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর শাখার ২টি প্রতিনিধিদল, পাইনাদী ফাযিল (ডিগ্রি) মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা ফয়েজ উল্লাহ এবং নারায়ণগঞ্জ কলেজের অধ্যক্ষ ফজলুল হক রুমান রেজার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।

২টি প্রতিনিধিদলের ১ম টির নেতৃত্বে ছিলেন সংগঠনের নারায়ণগঞ্জ মহানগর শাখার সভাপতি এইচ এম শাহীন আদনান ও ২য় টির নেতৃত্বে ছিলেন সংগঠনের নারায়ণগঞ্জ মহানগর শাখার সহ-সভাপতি মুহা নোমান আহমেদ এ সময় উভয়ে সংগঠনের পক্ষ থেকে অধ্যক্ষ স্যারদের হাতে সংগঠনের প্রকাশনা হাদিয়া তুলে দেন এবং ঐতিহাসিক চরমোনাই বাৎসরিক মাহফিল এর দাওয়াত প্রদান করেন।

সাক্ষাৎকালে অধ্যক্ষ মাওলানা ফয়েজ উল্লাহ বলেন’ ইসলাম ও দেশ গঠনে ছাত্র সমাজ যদি সামনে এগিয়ে আসে তাহলে সমাজের পরিবেশ সুন্দর হবে,ইলমে দ্বীনের কার্যক্রম উন্নত পর্যায়ে পৌছানোর পরিবেশ সৃষ্টি হবে ইনশাআল্লাহ।

অধ্যক্ষ ড. ফজলুল হক রুমান রেজা বলেন, সুন্দর ও শান্তিপূর্ণ সমাজ গঠনে সকল ধর্ম ও সম্প্রদায়ের মানুষকে একসাথে কাজ করা উচিত। মুসলিম-হিন্দু বিভেদ না করে আমরা যদি মানবিক মূল্যবোধ ও নৈতিকতাকে প্রাধান্য দেই, তবেই একটি কল্যাণ রাষ্ট্র গঠন সম্ভব।

ইসলামী ছাত্র আন্দোলনের নারায়ণগঞ্জ মহানগর শাখার সভাপতি এইচ এম শাহীন আদনান বলেন, চরমোনাইর বাৎসরিক মাহফিলকে কেন্দ্র করে আমরা নারায়ণগঞ্জের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কার্যক্রম পরিচালনা করছি। তারই ধারাবাহিকতায় আজ আমারা নারায়ণগঞ্জ কলেজ, এম ডাবলিউ কলেজ,মিজমিজি পশ্চিম পাড়া কলেজ ও মিজমিজি পাইনাদী ফাযিল মাদ্রাসায় এসেছি। প্রতিটি প্রতিষ্ঠানের অধ্যক্ষ মহোদ্বয় আমাদের সাথে আন্তরিক ছিলেন এবং দেশ গঠনে বিভিন্ন বিষয় পরামর্শ দিয়েছেন।

এ সময় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর শাখার তথ্য গবেষণা ও প্রচার সম্পাদক মুহাম্মাদ খালেদ সাইফুল্লাহ সানভীর,প্রকাশনা ও দফতর সম্পাদক মুহা আমির হামজা,আলিয়া মাদ্রাসা সম্পাদক গাজী মুহাম্মাদ সাইম হোসেন এবং স্কুল ও কলেজ সম্পাদক শেখ মুহাম্মাদ রুহুল আমিন উপস্থিত ছিলেন।

RSS
Follow by Email