অপারেশন ডেভিল হান্ট: সিদ্ধিরগঞ্জে আ.লীগ-যুবলীগের আটক ৪
লাইভ নারায়ণগঞ্জ: সিদ্ধিরগঞ্জে ডেভিল হান্ট অপারেশনে আওয়ামী লীগ ও যুবলীগের চার নেতা-কর্মীকে আটক করা হয়েছে। বুধবার (১২ ফেব্রুয়ারি) আটককৃতদের আদালতে প্রেলন করা হয় বলে জানায় পুলিশ। এর আগে মঙ্গলবার দিবাগত রাতে সিদ্ধিরগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, এনসিসির ৩নং ওয়ার্ড যুবলীগের সভাপতি প্রার্থী, মুক্তিনগর এলাকার শাহ পরাণ আহমেদ যুবরাজ (২২), সানারপাড় বাগমারা এলাকার যুবলীগের কর্মী মেহেদী হাসান রুবেল (৩৫), পাইনাদী নতুন মহল্লার যুবলীগের কর্মী ও সাবেক কাউন্সিলর ফারুকের ‘ডানহাত’ দ্বীন ইসলাম (৩০) ও আওয়ামী লীগের কর্মী হিরন (৫০)।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহিনুর আলম গণমাধ্যমকে জানায়, পুলিশের নিয়মিত অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার দিবাগত রাতে সিদ্ধিরগঞ্জের পাইনাদী, সানারপাড় ও হীরাঝিল এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হত্যা, হত্যাচেষ্টা, বিস্ফোরক আইনের মামলা ও দণ্ডবিধির বিভিন্ন ধারার মামলা রয়েছে। আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থাকার অভিযোগ রয়েছে। বুধবার আদালতে তাদের হাজির করা হয়েছে