শুক্রবার, ফেব্রুয়ারি ১৪, ২০২৫
Led05ধর্ম

অপারেশন ডেভিল হান্টকে স্বাগত জানলো ইসলামী আন্দোলন

লাইভ নারায়ণগঞ্জ: একটি নির্মম স্বৈরশাসনের অবসানের পরে দেশকে স্থিতিশীল করতে এবং জনশৃংখলা ফিরিয়ে আনতে ডেভিলদের নিধন করা অপরিহার্য কাজ ছিলো। সরকার দেরিতে হলেও সেই কাজ শুরু করেছে; সেজন্য তাদের ধন্যবাদ ও স্বাগত জানাই। পতিত স্বৈরাচারের আস্ফালন ও অপরাধীদের নিরাপদে বিচরণ করার খবর জনমনে ক্ষোভের সঞ্চার করেছে যার সর্বশেষ বহিঃপ্রকাশ দেখা গেছে গত কয়েক দিনে। একটি কার্যকর রাষ্ট্রে আইন বহির্ভুত ভাংচুর গ্রহণযোগ্য না হলেও স্বৈরাচারের নির্লজ্জতা তার পটভূমি তৈরি করেছে এবং ন্যায্যতা তৈরি করেছে।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বাদ আসর ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর নারায়ণগঞ্জ মহানগর সভাপতি ও সেক্রেটারি মুহা. সুলতান মাহমুদ এক যুক্ত বিবৃতিতে উপর্যুক্ত কথা বলেন।

নেতৃদ্বয় আরও বলেন, আমরা মনে করি, বিপ্লবের পরে স্বৈরাচারের বিচারের দায়িত্ব সরকারকেই নিতে হয়। সেজন্য অপারেশন ডেভিল হান্ট একটি কার্যকর পদক্ষেপ হবে বল আমরা আশা করি। পাশাপাশি আইনের যথাযথ প্রয়োগের প্রত্যাশা করছি। অপরাধী যত বড়ই হোক বা অপরাধের পরিমাণ যত ভারিই হোক তার বিচার আইনের মাধ্যমেই হতে হবে এবং আইন প্রয়োগে অবশ্যই বিদ্যমান রীতি-নীতির কঠোর অনুসরণ করতে হবে।

এই হান্টিং কর্মসূচিতে অসহায় ও নিরপরাধ লোক যেন হয়রানির শিকার না হয় সে ব্যাপারে প্রশাসনের সতর্কতা কামনা করেন নেতৃবৃন্দ। আবার অপরাধীরা গ্রেফতারের পর যেন জামিন না হয়ে যায় সে ব্যপারেও সজাগ থাকার পরামর্শ দেন।

RSS
Follow by Email