আড়াইহাজারে ‘এএমবি ব্রিকস’ ইটভাটায় পরিবেশ অধিদপ্তরে অভিযান, জরিমানা
লাইভ নারায়ণগঞ্জ: আড়াইহাজারে একটি অবৈধ ইটভাটার কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ করে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) আড়াইহাজার উপজেলার শিলমান্দী এলাকায় ওই অভিযান পরিচালনা করে পরিবেশ অধিদপ্তর। এ সময় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত-২০১৯) অনুযায়ী ভাটার মালিকপক্ষকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি), আড়াইহাজার সার্কেল নঈম উদ্দিনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে পরিবেশ অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের পরিদর্শক টিটু বড়ুয়া প্রসিকিউশন প্রদান করেন। এ সময় নারায়ণগঞ্জ জেলা পুলিশের একটি টিম অভিযানে সহায়তা করে।
অভিযানে শিলমান্দী এলাকার মেসার্স এএমবি ব্রিকস-এর কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।
পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, ইটভাটাটি অনুমোদনহীনভাবে পরিচালিত হচ্ছিল এবং বায়ুদূষণ সৃষ্টি করছিল। জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর ধোঁয়া নির্গমন ও পরিবেশ সংরক্ষণ আইন লঙ্ঘনের কারণে এটি বন্ধ করা হয়েছে। বায়ুদূষণ রোধে অবৈধ ইটভাটা ও অন্যান্য দূষণকারী প্রকল্পের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালানো হবে। জনস্বাস্থ্যের সুরক্ষায় পরিবেশ আইন যথাযথভাবে প্রয়োগ করা হবে বলে কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।