রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫
Led05শিক্ষা

সোনারগাঁয়ে শিক্ষাবৃত্তি-সনদপত্র দিলেন তথ্য মন্ত্রণালয়ের উপসচিব সিদ্দিকী

লাইভ নারায়ণগঞ্জ: সোনারগাঁয়ে মুজিবুর রহমান স্মৃতি ফাউন্ডেশন, আবু সাঈদ স্মৃতি ফাউন্ডেশন ও সোনারগাঁ খালেক আঞ্জুমান স্কুল কর্তৃক ঘোষিত প্লে গ্রুপ থেকে দশম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের মেধা শিক্ষাবৃত্তি ও সনদপত্র বিতরণ-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ ফেব্রুয়ারি) সকালে স্কুল চত্বরে শিক্ষার্থীদের মেধা ও শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে ওই অনুষ্ঠানের আয়োজন করেন স্কুল কর্তৃপক্ষ।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী।

স্কুলে মোট ৫ শতাধিক শিক্ষার্থীদের মধ্যে ৮৫ জনের মাঝে ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারীদের সনদপত্র ও নগদ অর্থ প্রদান করা হয়েছে। তারমধ্যে ১ম স্থান অধিকারীকে নগদ ৫ হাজার, ২য় স্থান অধিকারীকে ৪ হাজার, ৩ স্থান অধিকারীকে ৩ হাজার এবং ৪র্থ স্থান থেকে ১০তম স্থান অধিকারীদের মাঝে ১ হাজার টাকা করে নগদ অর্থ সম্মানি প্রদান করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুজিবুর রহমান ফাউন্ডেশনের সভাধ্যক্ষ শামসুন নাহার, সোনারগাঁ খালেক আঞ্জুমান স্কুলের প্রতিষ্ঠাতা মোঃ ফিরোজ হোসাইন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলার বাড়িমজলিশ এলাকার শিক্ষানুরাগী ও সমাজ সেবক আলহাজ্ব আসাদুজ্জামান প্রধান। অনুষ্ঠান সঞ্চালনা করেন, সোনারগাঁ খালেক আঞ্জুমান স্কুলের অধ্যক্ষ কামাল মোল্লা।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্কুলের শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী, অভিভাবকবৃন্দ, সোনারগাঁও উপজেলা যুবদল নেতা মোঃ শামিম ও মোঃ রাকিব এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।

RSS
Follow by Email