রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫
Led04আড়াইহাজার

আড়াইহাজারে সেচ মেশিনে ভিতর থেকে শিশুর লাশ উদ্ধার

লাইভ নারায়ণগঞ্জ: আড়াইহাজারে সেচ মেশিনের ভিতর থেকে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৮ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করে আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) এনায়েত হোসেন। এর আগে শুক্রবার বিকেলে উপজেলার মেঘনা নদী-বেষ্টিত কালাপাহাড়িয়া ইউনিয়নের খালিয়ারচর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শিশু হলো একই এলাকার রাজু মিয়ার ছেলে হোসাইন (৫) ।

স্থানীয়রা জানায়, মোস্তফার ছেলে কামাল ইরি-বোরো ধানের জমিতে পানি সেচ দেওয়ার জন্য সেচ মেশিন চালু রেখে জমিতে যান। এই ফাঁকে সকলের অজান্তে শিশু হোসাইন সেচ মোটরের কাছে চলে যায় হয়তো দুর্ঘটনাবশত চলন্ত মোটরে জড়িয়ে পড়ে।

এ বিষয়ে ওসি এনায়েত হোসেন বলেন, ‘আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। সেচের মেশিনে জরিয়ে যে মৃত্যু হয়েছে বিষয়টা এমন না। সেখানে আরও বাচ্চারা খেলা করছিলো। সেখানে আমরা ধারণা করছি হয়তো কোন ভাবে পানিতে পড়ে গেছে এবং সেচের স্রোত তাকে টেনে নিয়েছে। এখন নিয়ম অনুযায়ি সেচের পাইপের সামনে ফুটবল দেওয়ার কথা কিন্তু সেটা দেওয়া হয়নি। তাই আমরা মামলা নিচ্ছি। এখানে অবহেলার কারণে এটা হয়েছে কিনা সেটা খতিয়ে দেখা হবে।’

RSS
Follow by Email