শনিবার, ফেব্রুয়ারি ৮, ২০২৫
Led04সোনারগাঁ

কাঁচপুরে বাস-অটোরিকশার মুখমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৩

লাইভ নারায়ণগঞ্জ: সোনারগাঁয়ের কাঁচপুরে যাত্রীবাহী বাস ও অটোরিকশার মুখোমুখী সংঘর্ষের ঘটনা ঘটে। শুক্রবার (৭ ফেব্রুয়ারী) সন্ধায় উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাচঁপুর সেতুর ঢালে এই দূর্ঘটনা ঘটে। এ ঘটনায় অটোরিকশার যাত্রি নারী শিশুসহ ৩ জন নিহত হয়েছে।

নিহতরা হলেন, গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানার পশ্চিম সীচা এলাকার আসরাফুলের স্ত্রী নিহত কাকুলী আক্তার(৩৫), তার শিশু পুত্র আরিয়ান রাফি (৫) ও রংপুর জেলার পীরগাছা থানার সুকান পুকুর এলাকার আব্দুল ওহাবের ছেলে (অটোরিকশা চালক) আনিসুর রহমান।

নিহত কাকুলীর মা ফজরা বেগম ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সন্ধায় চিটাগংরোড থেকে অটোরিকশায় চরে সেতুর ওপর দিয়ে ওল্টো পথে কাচঁপুর আসার পথে হিমাচল নামের যাত্রবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ঘটনাস্থলেই অটোরিকশার চালক ও শিশুসহ দুই যাত্রী নিহত হয়।

কাচঁপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী ওয়াহিদ মোর্শেদ জানান, উল্টোপথে অটোরিকশা আসার সময় বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়। খবর পেয়ে লাশ উদ্ধার করে হাইওয়ে থানায় নিয়ে আসা হয়েছে। দূর্ঘটনায় কবলিত বাস ও অটোরিকশা জব্দ করা হয়েছে।

RSS
Follow by Email