বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ৬, ২০২৫
রাজনীতি

জামায়াতের শুক্রবারের সমাবেশস্থল পরিদর্শন করলেন নেতৃবৃন্দ

লাইভ নারায়ণগঞ্জ: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের ৭ ফেব্রয়ারির আগমন উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগরী ও জেলা জামায়াতের মাঠ পরিদর্শন। বুধবার (৫ ফেব্রুয়ারি) বিকালে নারায়ণগঞ্জ শহরের ইসদাইর ওসমানী পৌর স্টোডিয়ামে ওই মাঠ পরিদর্শন করেন নেতৃবৃন্দ।

এসময় নারায়ণগঞ্জ মহানগরী আমীর ও জনসভা বাস্তবায়ন কমিটির আহবায়ক মাওলানা আবদুল জাব্বার এর নেতৃত্বে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী কেন্দ্রেীয় নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা দক্ষিন অঞ্চলের পরিচালক সাইফুল আলম খান মিলন।

জনসভা সফল করার লক্ষ্যে মাঠ পরিদর্শনে আরো উপস্থিত ছিলেন কেন্দ্রেীয় কর্ম পরিষদের সদস্য মাওলানা মঈনুউদ্দিন আহমদ, মহানগরী নায়েবে আমীর মাওলানা আবদুল কাইয়ুম, মহানগরী সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন, মহানগরী সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইন, সহকারী সেক্রেটারি এইচ এম নাসির উদ্দিন, জেলা সহকারী সেক্রেটারি আবু সাঈদ মুন্না প্রমূখ।

RSS
Follow by Email