সদরে ভোটার তালিকার বায়োমেট্রিক কার্যক্রম শুরু
লাইভ নারায়ণগঞ্জ: ভোটার তালিকা হালনাগাদের অংশ হিসেবে সদর উপজেলায় বায়োমেট্রিক কার্যক্রম শুরু হয়েছে। বুধবার (৫ফেব্রুয়ারি) সকালে ফতুল্লার পঞ্চবটি এলাকায় হরিহরপাড়া উচ্চ বিদ্যালয়ে ভোটার নিবন্ধন কেন্দ্রে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা নির্বাচন অফিসার মো. আলমগীর হোসেন, অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার রাকিবুজ্জামান রেনু, উপজেলা নির্বাহী অফিসার জাফর সাদিক চৌধুরী, উপজেলা নির্বাচন অফিসার আফরোজা খাতুনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
উপজেলা নির্বাচন অফিসার আফরোজা খাতুন বলেন, “সঠিক তথ্যে ভোটার হবো, নির্বাচনে ভোট দেবো” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গত ২০ জানুয়ারি থেকে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ শুরু করা হয়, যা শেষ হয় ৩ ফেব্রুয়ারি। এরপর আজ থেকে নতুন ভোটারদের ছবি তোলা ও বায়োমেট্রিক তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। সদর উপজেলার মোট ৩৪টি ভোটার নিবন্ধন কেন্দ্রে পর্যায়ক্রমে এই কার্যক্রম চলবে। পাশাপাশি অনাকাক্সিক্ষত পরিস্থিতি মোকাবিলায় রিজার্ভ ডে রাখা হয়েছে, যাতে কোনো ভোটার বাদ না পড়েন। এবারের ভোটার হালনাগাদ কর্মসূচিতে নারায়ণগঞ্জ সদর উপজেলায় ৪০ হাজার ১৫৬ জন নতুন ভোটার ফরম পূরণ করেছেন। তাদের ছবি তোলা ও বায়োমেট্রিক তথ্য সংযোজনের পর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।