জনসভা নিয়ে সংবাদ সম্মেলনে জামাত নেতা জব্বার ‘আ.লীগের শুভ বুদ্ধি থাকলে নাশকতা করবে না’
লাইভ নারায়ণগঞ্জ: জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন করেছে নারায়নগঞ্জ মহানগর জামায়াতে ইসলামী। বুধবার (৫ ফেব্রুয়ারি) সকাল ১০টায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে ওই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের আমির মুহাম্মদ আবদুল জব্বারের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন, বাংলাদেশ ছাত্র শিবিরের কেন্দ্রীয় ছা্ত্র শিবিরের সভাপতি সাইফুল আলম, নারায়ণগঞ্জ মহানগর জামায়াতে ইসলামীর সাবেক আমির ও কেন্দ্রীয় পরিষদের সদস্য সাইফুল আলম খান মিলন, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আবু সাঈদ মুন্না, মহানগর জামায়াতের সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইন, সহকারী সেক্রেটারি এইচ এম নাসির উদ্দিন প্রমুখ ।
সংবাদ সম্মেলনে জনসভা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের আমির মুহাম্মদ আবদুল জব্বার বলেন, আগামী ৭ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জ ওসমানী পৌর স্টেডিয়ামে নারায়নগঞ্জ জেলা ও মহানগরী জামায়াতে ইসলামীর উদ্যোগে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হবে। ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আমাদের নারায়ণগঞ্জে অনেকগুলো সমস্যার পাশাপাশি অঢেল সম্ভাবনা রয়েছে। সেই সমস্যাগুলোর সমাধান করে এবং সম্ভাবনাগুলোকে কাজে লাগানো গেলে আমরা নারায়ণগঞ্জকে একটি আদর্শ উন্নয়নের সমৃদ্ধির নারায়ণগঞ্জ হিসেবে রূপান্তরিত করতে পারব, ইনশা-আল্লাহ। যে নারায়ণগঞ্জে থাকবেনা সন্ত্রাসীদের অস্ত্রের মহড়া, কিশোরগ্যাঙ্গ, চরিত্র বিধ্বংসী অশ্লীল কর্মকান্ড, মাদক সেবন বিক্রি ও বিপণন, মাস্তানী, দখলদারিত্ব। থাকবেনা বেকারত্বের আহাজারি। যে নারায়ণগঞ্জ হবে বসবাসযোগ্য, ভয়হীন, বৈষম্যমুক্ত, সবার জন্য কাজের সুযোগ, ইনশাআল্লাহ। সেই প্রত্যাশাকে নারায়ণগঞ্জ বাসির উদ্দেশ্যে তুলে ধরতে আগামীর ৭ই ফেব্রুয়ারি বাংলাদেশ জামায়াতে ইসলামী, নারায়ণগঞ্জ মহানগরী ও জেলা শাখার উদ্যোগে এক বিশাল জনসভা ওসমানী পৌর স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
তিনি আরও বলেন, জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর, বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম নেতা, মজলুম জননেতা ডাক্তার শফিকুর রহমান। তিনি নারায়ণগঞ্জের জনগণের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। উক্ত জনসভায় কেন্দ্রীয় ও জেলা মহানগরীর নেতৃবৃন্দ গুরুত্বপূর্ণ আলোচনা রাখবেন। আশাকরি উক্ত জনসভা জন সমুদ্রে পরিণত হবে। এই জনসভা হবে সন্ত্রাসী, চাঁদাবাজ, জুলমবাজ, দখলবাজদের বিরুদ্ধে হুসিয়ারী উচ্চারণ। এই জনসভা হবে নারায়ণগঞ্জসহ দেশবাসীর পক্ষে ঐক্যবদ্ধ বাংলাদেশের প্রতিক। জনসভায় সংগঠনের সর্বস্তরের জনশক্তি, সুধী- শুভাকাঙ্ক্ষী ও সকল ভালোবাসার জনগনকে দলে দলে উপস্থিত হবেন এবং এই দীপ্ত শপথের মাধ্যমে নারায়ণগঞ্জের সন্ত্রাসীদের বিরুদ্ধে, ছাত্র-জনতার খুনিদের বিরুদ্ধে ভয়েসকে রেইজ করবেন। জনসভাকে সফল করতে আমরা গনমাধ্যমের সহযোগিতা চাই। নারায়ণগঞ্জের প্রশাসন ও নারায়ণগঞ্জবাসীর কাছে সার্বিকভাবে সহযোগিতা কামনা করছি।
আওয়ামী লীগের দোসরদের কোন নাশকতা করার আশঙ্কা আছেনি কিনা? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মুহাম্মদ আবদুল জব্বার বলেন, আমাদের রাজনৈতিক দল গুলোর কাছে সবচেয়ে বড় শক্তি হচ্ছে, এই জাতি ফ্যাসিজমের বিরুদ্ধে এখনো ঐক্যবদ্ধ। তারা (আওয়ামী লীগ) যদি কোন পরিকল্পনা করে থাকে, তাদের যদি শুভ বুদ্ধি হয়ে থাকে তাহলে তারা এমন কাজ করবে না। প্রশাসনিক ভাবে সকল প্রস্তুতী নিয়ে আশাকরি আমরা এই জনসভা সফল করবো।