বুধবার, ফেব্রুয়ারি ৫, ২০২৫
Led02Led05রাজনীতি

সোনারগাঁয়ে আশিক হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী ৩ দিনের রিমান্ডে

লাইভ নারায়ণগঞ্জ: সোনারগাঁয়ের আশিক নামের এক শ্রমিক হত্যার মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বুধবার (৫ ফেব্রুয়ারি) সকালে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নূর মোহসীনের আদালতে শুনানি শেষে আদেশ দেন৷ বিষয়টি নিশ্চিত করেছে আদালত পুলিশের পরিদর্শক কাইউম খান।

এর আগে সকালে রিমান্ড প্রাপ্ত আনিসুক হককে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে নারায়ণগঞ্জ আদালতে আনা হয়। পরবর্তীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আশিক হত্যা মামলায় ৫ দিনের রিমান্ডের আবেদন করে তাকে আদালতে তোলে পুলিশ৷

মামলার সূত্রে জানা যায়, ৪ আগস্ট বিকেল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সোনারগাঁয়ের কাঁচপুরে ঢাকা-সিলেট মহাসড়কে গুলিবিদ্ধ হন পরিবহন শ্রমিক মো. আশিক মিয়া (২০)৷ পরদিন সকালে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান৷ আশিক মিয়াকে তার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার গোকুলনগর পশ্চিমপাড়ায় দাফন করা হয়৷

পরবর্তীতে ২২ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে ১২২ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন নিহতের মা কুলসুম বেগম৷ এ মামলায় ৪ নম্বর আসামি সাবেক আইনমন্ত্রী আনিসুল৷

RSS
Follow by Email