মঙ্গলবার, ফেব্রুয়ারি ৪, ২০২৫
Led03রাজনীতি

ছোট থেকে ইচ্ছা ছিল দাউদপুর পুটিনা স্কুলের জন্য ভালো কিছু করবো: মশিউর রনি

লাইভ নারায়ণগঞ্জ: জেলা যুবদলের সদস্যসচিব মশিউর রহমান রনি বলেন, ‘স্কুলের দুষ্ট ছেলেদের থেকে দূরে থাকবে। কারণ তারা নিজেও কলা করবে না তোমাকেও করতে দেবে না। যে কোন উন্নতি করতে হলে তোমাদের ভালো বন্ধুদের সাথে মিশতে হবে। পড়ালেখার সময় পড়ালেখা মন দিয়ে করতে হবে। মা-বাবার কথা শুনতে হবে। শিক্ষকরা কখনোই ছাত্রদের শত্রু না। মা বাবার পর সব থেকে আপন বন্ধু হল শিক্ষক।’

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে দাউদপুর পুটিনা হাই স্কুলের নবগঠিত এডহক কমিটির অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় সভাপতির বক্তব্য এ কথা বলেন মশিউর রনি।

তিনি আরও বলেন, একটা বাচ্চা জন্ম হওয়ার পর তার মা-বাবা অনেক কষ্ট করে তাকে লালন-পালন করে। মা-বাবার কষ্ট কিছু ছেলে-মেয়ে বোঝে না। আমি ছোটবেলায় একটু দুষ্টু ছেলেদের সাথে চলাফেরা করতাম। যার কারণে ৭ম, ৮ম, ৯ম শ্রেণীতে আমার রেজাল্ট খারাপ হয়। পরে আমার বাবা টিচারের হাত-পা ধরে দশম শ্রেণীতে ওঠায়। আমি এই কমিটির সভাপতি হওয়ার পেছনে স্কুলের প্রধান শিক্ষকের অবদান ছিল। আমি জানিনা উনি কেন আমাকে বাছাই করলেন কিন্তু উনার বলাতেই আজ আমি কমিটির সভাপতি। একজন শিক্ষকের কথা আমি ফেলতে পারিনি। ছোট থেকে আমার ইচ্ছা ছিল আমি স্কুলের জন্য ভালো কিছু করবো। আল্লাহতালা আমার সেই দোয়াটাই কবুল করেছেন তাই আজ আমি এখানে। এই দাউদপুর স্কুলের পূর্বে যারা উন্নয়নমূলক কর্মকাণ্ড করেছেন তাদের প্রতি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এবং তাদের অসম্পূর্ণ কাজগুলো আমি সম্পন্ন করব।

RSS
Follow by Email