মঙ্গলবার, ফেব্রুয়ারি ৪, ২০২৫
Led03রাজনীতি

হত্যাকারীদের বিচার না হওয়া পর্যন্ত আ.লীগের রাজনীতির অধিকার নেই: সাখাওয়াত

লাইভ নারায়ণগঞ্জ: মহানগর বিএনপির আহ্বায়ক এডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, আওয়ামী লীগের যত অঙ্গ সংগঠন আছে, সবাই এই দেশের মানুষের গণদুশমন। তারা ছাত্র, শ্রমিক, কৃষককে হত্যা করেছে। এ হত্যাকারীদের বিচার না হওয়া পর্যন্ত ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিকলীগ, আওয়ামী লীগের রাজনীতি করার অধিকার নেই।

সোমবার (৩ ফেব্রুয়ারী) সন্ধ্যায় আওয়ামী লীগের ডাকা কর্মসূচি প্রতিরোধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মহানগর বিএনপি। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এসময় এক বক্তব্য এ কথা বলেন সাখাওয়াত।

সমাবেশে তিনি আরও বলেন, আমরা শেখ হাসিনা ও তার দলের অঙ্গসংগঠনগুলোকে নারায়ণগঞ্জে প্রতিহত করবো। প্রতিটি ওয়ার্ডের নেতাকর্মীদের বলছি, মারধর না করে সন্ত্রাসীদের প্রশাসনের হাতে তুলে দিন।

বিক্ষোভ ও সমাবেশে আরও উপস্থিত ছিলেন বন্দর থানা বিএনপির সভাপতি শাহেনশাহ আহম্মেদ, মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হাবিবুর রহমান মিঠু, বরকত উল্লাহ, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক নূরে এলাহী সোহাগ, সাজ্জাদ হোসেন কমল, সদস্য সাইফুল ইসলাম আপনসহ মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা

RSS
Follow by Email