মঙ্গলবার, ফেব্রুয়ারি ৪, ২০২৫
সদর

আঙ্গুলের ছাপ দিয়ে জাতীয় পরিচয় পত্রের দাবী, নির্বাচন অফিসে স্মারক লিপি

লাইভ নারায়ণগঞ্জ: পর্দানশীল নারীদের ছবি ছাড়া আঙ্গুলের ছাপ দিয়েই জাতীয় পরিচয় পত্র দেয়া বাধ্যতা মূলক করা ও আঙ্গুলের ছাপ নেয়ার সময়, নারী কর্মীকেই থাকতে হবে, এমন তিন দাবী জানিয়ে মানববন্ধন করা হয়েছে। সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে নগরীর চাষাঢ়ায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাব ভবনের সমানে নারায়ণগঞ্জ জেলা পর্দানশীল নারী সমাজের ব্যানারে ওই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বিগত ১৬ বছর যাবত ছবি ছাড়া পর্দানশীল নারীদের জাতীয় পরিচয় পত্র না দেয়ায় ইসি কর্মকর্তাদের বিচারের দাবী জানানো হয়। এ সময় জেলা নির্বাচন কর্মকর্তার অফিসে স্মারক লিপি প্রদান করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন, রিতা আক্তার, আহম্মেদ মুক্তা,মুহাম্মদ ফজলুল করীম স্বপন।

মানববন্ধন পালনকালে পর্দানশীল নারীরা অভিযোগ করে বলেন, শুধু ভোটের জন্যই নয়, জমি ক্রয় বিক্রয়, ব্যাংকসহ প্রায় সব কাজেই এখন জাতীয় পরিচয় পত্র প্রয়োজন হয়। তাই পর্দানশীল নারীদের ছবি ছাড়া আঙ্গুলের ছাপ দিয়েই জাতীয় পরিচয় পত্র দিতে হবে বলে দাবী করেন। পর্দার বিধান পালন করার জন্য, আজকে অনেক মহিলা আমরা এনআইডি কার্ড করতে পারি নাই। কারণ ওইখানে ছবির কথা বলা হচ্ছে। আমরা যেটা চাচ্ছি সবাইকে ছবি তুলতে হবে না তানা। যারা ছবি তোলার তারা তুলুক। আমরা যারা ছবি তুলতে চাচ্ছি না ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে নিবন্ধন ভুক্ত করা হয়। নিবন্ধন ভুক্ত করে যেমন নাগরিক সুবিধা গুলো যা হয়। কারণ দেখা যাচ্ছে জাতীয় পরিচয় পত্র যে শুধু ভোটের জন্য প্রয়োজন তা কিন্তু না। অন্যান্য যে নাগরিক সুবিধা যেমন ব্যাংক লেনদেন বা তুমি ক্রয় বিক্রয় এবং নমিনি, পেনশন এই আর্থিক অনেক বিষয়ের সাথে জড়িত। যদি আমাদের জন্য ফিঙ্গারপ্রিন্ট এর মাধ্যমে ব্যবস্থা করা হয় তাহলে নাগরিক সুবিধাগুলো পেতে পারি।

RSS
Follow by Email