মঙ্গলবার, ফেব্রুয়ারি ৪, ২০২৫
রাজনীতি

বন্দরে সরস্বতী পূজায় জাকির খানের পক্ষে শিক্ষাসামগ্রী বিতরণ

লাইভ নারায়ণগঞ্জ: ব্যাপক উৎসাহ-উদ্দীপনা আর নানা আয়োজনের মধ্য দিয়ে বন্দরে ঐতিহ্যবাহী একতা সংঘের উদ্যোগে উদযাপিত হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা। সোমবার (৩ ফেব্রুয়ারি) সকালে বন্দর বাজার ৩৫নং এসএস শাহ্ রোড এলাকায় স্বার্গীয় দিনেশ মন্ডল দুখাই বাড়ীতে ওই পূজা অনুষ্ঠিত হয়।

এবার পূজা কমিটির উদ্যোগে পূজামণ্ডপকে বর্ণিল সাজে সাজিয়ে তোলা হয়েছে। মণ্ডপে দেখা যায় দর্শনার্থীদের উপচেপড়া ভিড়। দেবী প্রতিমাতে অঞ্জলি প্রদানসহ দিনভর নাচগানের মধ্যদিয়ে পালিত হয়েছে এ পূজা। হিন্দু ধর্মাবলম্বীদের পাশাপাশি অন্যান্য ধর্মের মানুষদের উপস্থিতিও ছিল চোঁখে পড়ার মত। বিদ্যা-বুদ্ধির বিকাশের জন্য দর্শনার্থীরা দেবীর কাছে প্রার্থনা করেন।

এদিকে সরস্বতী পূজা উপলক্ষে শিশু শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিরতণ করা হয়েছে। এছাড়া হিন্দু সম্প্রদায়ের নারীদের মাঝে সিঁদুর ও আলতা বিরততও করা হয়। মন্ডপ প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও মহানগর বিএনপি নেতা জাকির খানের পক্ষে মহানগর মৎস্যজীবী সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও পূজা কমিটির সাধারণ সম্পাদক শ্রী ঋষিকেশ মন্ডল মিঠু এ অনুষ্ঠানের আয়োজন করেন।

এসব সামগ্রী বিতরণকালে মিঠু বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শিশুদের খুব পছন্দ করতেন। তিনি শিশুদের মেধা ও প্রতিভা বিকাশের জন্য বাংলাদেশ শিশু একাডেমি প্রতিষ্ঠা করেছিলেন এবং ‘নতুন কুঁড়ি’ নামক অনুষ্ঠানে প্রতিযোগিতার মাধ্যমে মেধাবীদের বের করে আনার ব্যবস্থা করেছিলেন। ফ্যাসিস্ট সরকার এ অনুষ্ঠানটি বন্ধ রেখে শিশুদের সেই মেধা বিকাশের রাস্তাটি দীর্ঘ প্রায় ষোলটি বছর বন্ধ করে রেখেছিলো। আমরা চাই পুনরায় সেই অনুষ্ঠানটা বিটিভিতে সম্প্রচারের ব্যবস্থা করা হোক। শিশুরা মেধাবী হোক যাতে তারা আগামী দিনে শক্তহাতে দেশকে আরও বেশি এগিয়ে নিয়ে যেতে পারে।

তিনি বলেন, আজ বিদ্যা দেবী সরস্বতীয় পূজা। তাই বিদ্যা দেবীর এ পূজোর দিনে আমরা চাই তার বিদ্যা সকল শিশুদের মাঝে ছড়িয়ে দিতে। এবং আমরা প্রতিবছর তাই করে আসছি। আমার নেতা জাকির খানও এ বিষয়ে খুবই আন্তরিক। তার দিকনির্দেশনায় আমরা প্রতিবছরই এ অনুষ্ঠানের আয়োজন করে থাকি। আমার নেতা জাকির প্রতিশ্রুতি দিয়েছেন, তিনি সব সময় শিশু শিক্ষার্থীদের পাশে থাকবেন। শিশু শিক্ষার্থীরা যেকোনো প্রয়োজনে তাকে পাশে পাবেন। তাই আপনারা আমার নেতার জন্য আর্শিবাদ করবেন। এখানে তার (জাকির খান) ছেলে কারগিল খান উপস্থিত আছে, আপনারা ওর জন্যও দোয়া করবেন।

বন্দর থানা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোঃ পাপ্পু আহমেদ বলেন, আজ এ মহতি অনুষ্ঠানে আসতে পেরে সত্যিই নিজেকে ধন্য মনে করছি। আসলে এ ধরনের অনুষ্ঠান আমার খুবই ভালো লাগে। বিশেষ করে শিশুদের সাথে সময় কাটাতে কার না ভালো লাগে। আমাতো মন চায় সারাদিন আমি ওদের সাথে খেলা করি। মিঠু ভাইকে সত্যিই ধন্য জানাই, কেননা তিনি সব সময় এ ধরনের অনুষ্ঠানে আয়োজন করে থাকেন, সব সময় চেষ্টা করেন সমাজের পিছিয়ে পড়া শিশু ও অসহায় মানুষগুলোর পাশে দাঁড়ানোর। আমি সব সময় তার সকল ভালোকাজে অংশগ্রহণ করার চেষ্টা করি। আপনারা এ মানুষটার জন্য দোয়া-আর্শিবাদ করবেন, তিনি যেন সর্বদা সুস্থ থাকেন, ভালো থাকেন। কারণ, তিনি ভালো থাকলে এ সমাজ উপকৃত হবে, এ রাস্ট্র উপকৃত হবে।

এসময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও মহানগর বিএনপি নেতা জাকির খানের ছেলে কারগিল খান, বন্দর থানা বিএনপির নেতা মোঃ আকবর সেইট, মহানগর মৎস্যজীবী দলের নেতা মোঃ আসাদুল জামান সানী, ২২নং ওয়ার্ড মৎস্যজীবী দলের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ ইমরান খান, সদস্য মনির, জাহাঙ্গীর, মহিউদ্দিন, ২৩নং ওয়ার্ড মৎস্যজীবী দলের সভাপতি মোঃ আলী হোসেন, সাধারণ সম্পাদক আবুল হাসান খোকন, মোঃ নান্টু, একতা সংঘের সরস্বতী পূজা কমিটির সঞ্জয় মন্ডল, নীরব, হৃদয় বনিক, অসিত দাস, প্রসঞ্জিত, জয় দাস, হৃদয় সরকার, সুভাষ, পুসান্ত বর্মন, লিখন, পুলক, সিমান্ত, পার্থ, পারভেজ, ইয়ান্ত, রনক, কোশান, প্রনন্ত, রনবীর, নীলয়, নীরব, অভ্রনীল, প্রীতম, প্রনয় দাস প্রমূখ।

RSS
Follow by Email