এনডিএফএ একাডেমী কাপ: মদনগঞ্জ ফুটবল একাডেমী ফাইনালে
লাইভ নারায়ণগঞ্জ: ভাল খেলে এনডিএফএ একাডেমী কাপ ফুটবল টুর্নামেন্টে ফাইনালে উঠেছে মদনগঞ্জ ফুটবল একাডেমী। রবিবার (২ ফেব্রুয়ারী) জেলা ফুটবল এসোসিয়েশন আয়োজিত ও সাবেক জাতীয় ফুটবলার গোলাম গাউছের পৃষ্ঠপোষকতায় ওসমানী পৌর স্টেডিয়ামে এ ম্যাচটি অনুষ্ঠিত হয়। প্রথম সেমিফাইনালে আব্দুর রহিমের একমাত্র গোলে মদনগঞ্জ ফুটবল একাডেমী হারিয়ে দিয়েছে বঙ্গবীর সংসদ ফুটবল একাডেমীকে।
প্রথমার্ধে খেলাটি শেষ হয় গোলশূণ্যভাবে। দ্বিতীয়ার্ধে মদনগঞ্জের ছেলেরা অপেক্ষাকৃত ভাল খেলে চাপে রাখে বঙ্গবীর সংসদ ফুটবল একাডেমীকে। খেলার শেষ দিকে তীব্র আক্রমণে কাঙ্খিত গোলের দেখা পায় মদনগঞ্জ ফুটবল একাডেমী।
তারা ফাইনালে মোকাবেলা করবে অনুষ্ঠিত দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি বন্ধন ফুটবল কোচিং সেন্টার ও নারায়ণগঞ্জ ফুটবল একাডেমীর জয়ী দলের বিপক্ষে। খেলাটি অনুষ্ঠিত হবে বিকাল ৩টায়