সোমবার, ফেব্রুয়ারি ৩, ২০২৫
Led05ক্রীড়া

হাবিবুর রহমান স্মৃতি ব্যাডমিন্টন টুনার্মেন্ট: রেনড্রপ রেইন স্পোটর্স চ্যাম্পিয়ন

লাইভ নারায়ণগঞ্জ: হাবিবুর রহমান হাবিব স্মৃতি ব্যাডমিন্টন টুনার্মেন্টে চ্যাম্পিয়ন হয়েছে রেনড্রপ রেইন স্পোটর্স। শনিবার (১ ফেব্রুয়ারী) রাতে সিদ্ধিরগঞ্জ আমবাগ খেলার মাঠে এ ম্যাচটি অনুষ্ঠিত হয়। এসময় ফাইনাল খেলায় রেনড্রপ রেইন স্পোটর্স ২-১ গেমে হীরাঝিল স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

ফাইনাল খেলা শেষে প্রধান অতিথি হিসেবে পুরস্কার প্রদান করেন কেন্দ্রীয় আমরা মোহামেডান এর প্রধান উপদেষ্টা শিরিন হাবিব। প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন, খেলাপ্রেমী হাবিব যেমন খেলাধুলা ও সামাজিক কর্মকান্ডে ভুমিকা রেখেছেন তেমনি তিনিও খেলাধুলা ও সামাজিক কার্যক্রমে ভুমিকা পালন করার ইচ্ছা পোষন করেন।

ফাইনাল খেলায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আমরা মোহামেডানের উপদেষ্টা মজিবর রহমান ও ফাহানা রহমান ঝিনুক,কেন্দ্রীয় আমরা মোহামেডানের সভাপতি খোরশেদ আলম নাসির,সাধারণ সম্পাদক ডি.এইচ বাবুল,মোঃ জাহিদ হোসেন তাপস সহ গন্যমান্য ব্যক্তিবর্গ। টুনার্মেন্টের চ্যাম্পিয়ন দলের প্রাইজমানি ছিল নগদ ১২ হাজার টাকা এবং রানারআপ প্রাইজমানি ছিল ৮ হাজার টাকা। ১৬ দলের এই টুনার্মেন্ট শুরু হয়েছিল ১৩ জানুয়ারী।

RSS
Follow by Email