সোমবার, ফেব্রুয়ারি ৩, ২০২৫
Led02রূপগঞ্জ

রূপগঞ্জ থেকে সিলেট ঘুরতে গিয়ে সড়ক দূর্ঘটনায় নিহত ৪

লাইভ নারায়ণগঞ্জ: মাজার জিয়ারত করতে যাওয়ার সময় সিলেটে ট্রাক-প্রাইভেটকারের সংঘর্ষে শিশুসহ একই পরিবারের চারজন নিহত হয়েছে। এ ঘটনায় আরও ২ জন আহত অবস্থায় চিকিৎসাধীন আছেন। রবিবার (২ ফেব্রুয়ারি) সকাল পৌনে ৮ টায় সিলেটের ওসমানীনগরে সিলেট-ঢাকা মহাসড়কের ১৯ মাইল নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন- রূপগঞ্জের ভুলতা শিংলাবো এলাকার সুলতান উদ্দিন ভূঁইয়ার ছেলে দুবাই প্রবাসী সোহেল ভূঁইয়া (৩৩), সোহেল ভুইয়ার শালী সায়মা আক্তার ইতি, জেঠায়েস শামীমা ইয়াসমিন, ও সায়মা আক্তার ইতির শিশু সন্তান আয়ান। এছাড়া মুমূর্ষ অবস্থায় সোহেল ভূঁইয়ার স্ত্রী সাবিনা ইয়াসমিনকে সিলেট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত আরকে জনের পরচিয় জানা যায় নি।

এ বিষয়ে ওসমাননীগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোনায়েম মিয়া বলেন, সকাল ৭টা ৫০ মিনিটে ওসমানীনগর উপজেলার উনিশ মাইল এলাকায় ঢাকাগামী ট্রাক ও সিলেটগামী প্রাইভেটকারের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। হাসপাতালে নেয়ার পর আরও দুজনের মৃত্যু হয়। তারা সবাই প্রাইভেটকারের যাত্রী। প্রাইভেটকার যোগে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা শিংলাবো এলাকা থেকে সিলেট ঘুরতে যাচ্ছিলেন। এ ঘটনায় ঘাতক ট্রাককে জব্দ করা হলেও চালক পলাতক রয়েছে।

গণমাধ্যমকে নিহত সোহেল ভূঁইয়ার ফুফু আসমা বেগম জানান, গত তিনদিন আগে অল্প সময় নিয়ে দুবাই থেকে ভাতিজার সোহেল ভূঁইয়া নিজ বাড়িতে আসেন। আগামী ৫ ফেব্রুয়ারি আবারও দুবাই চলে যাওয়ার কথা ছিল। ভোর রাতে ভ্রমণের উদ্দেশ্যে সোহেল ভূঁইয়া , সোহেল ভুইয়ার শালী সায়মা আক্তার ইতি, জেঠায়েস শামীমা ইয়াসমিন, ও সায়মা আক্তার ইতির শিশু সন্তান আয়ানকে নিয়ে সিলেটে রওনা হন । পরে তারা জানতে পারেন, ওসমানীনগর উপজেলার উনিশ মাইল এলাকায় ঢাকাগামী ট্রাক ও সিলেটগামী প্রাইভেটকারের সংঘর্ষ হয়ে ওই চারজন মারা যান। এছাড়া ভাতিজা সোহেলের স্ত্রী সাবিনা ইয়াসমিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।

RSS
Follow by Email