সোমবার, ফেব্রুয়ারি ৩, ২০২৫
Led02রাজনীতি

জনগণের আস্থা অর্জন করে বিএনপির জন্য ভোট সংগ্রহ করতে হবে: গিয়াসউদ্দিন

লাইভ নারায়ণগঞ্জ: সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেন, ‘স্বৈরাচার নাই তাই নিরপেক্ষ নির্বাচন হবে। দলের কেউ যদি বিরোধ করতে চায় তাদেরকে বলি, বিএনপি নির্বাচনমুখী দল। আমরা নির্বাচন চাচ্ছি আপনারাও নির্বাচনে আসেন। আপনারা দীর্ঘ ঐক্য করে তুলবেন, কারো কথায় কান দিবেন না। এবারে নির্বাচন অনেক গুরুত্বপূর্ণ, এখানে দলের সকলের দায়িত্ব আছে। এ দায়িত্ব কর্তব্য গুলো আমাদের যথাযথভাবে পালন করতে হবে। জনগণের আস্থা অর্জন করে বিএনপির জন্য ভোট সংগ্রহ করতে হবে। আগামীতে স্বৈরাচারের কেউ যদি কোনরকম ষড়যন্ত্র করে তাহলে তাদেরকে রাজপথে মোকাবেলা করবো।

রবিবার (২ ফেব্রুয়ারী) বিকেলে ফতুল্লায় এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য এ কথা বলেন গিয়াসউদ্দিন।

এসময় তিনি আরও বলেন, আইন প্রতিষ্ঠারর জন্য এবং চোরদেরকে চুরি থেকে বিতাড়িত রাখার জন্য সকল সংস্কার সম্পন্ন করে দ্রুততম সময় নির্বাচন ঘোষণা করবেন। আপনাদের নির্বাচনের রোড ম্যাপ দিতে হবে। জনগণ অধির আগ্রহে বসে আছে কখন আপনাদের মুখ থেকে নির্বাচনের ঘোষণা শুনবে। এই রোডম্যাপ যত তাড়াতাড়ি আপনারা দিতে পারবেন ততই আপনাদের মঙ্গল হবে। জনগণ বিশ্বাস করতে চায় এই সরকার জনগণের মনের আকুতি বুঝবে এবং সে অনুযায়ী কাজ করবে। কোন লোভ লালসা আপনার উপনীত হবেন না।

নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, আমি ঘরে ঘরে যাচ্ছি নির্বাচনের জন্য আপনারাও ঘরে ঘরে যাবেন। জনগণকে নির্বাচন মুখি করতে হবে। আমরা নির্বাচনের জন্য মানুষের ঘরে গেলে তারা আমাদের প্রশ্ন করে এবারও কি ভোট দিতে পারব কিনা, কারণ বিগত বছরগুলোতে দিতে পারিনি। আমাদের তাদেরকে বুঝাতে হবে স্বৈরাচার চলে গেছে। এখন আর কোন স্বৈরাচার নেই, আপনার অবশ্যই আপনাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। আপনারা প্রস্তুতি নেন, নির্বাচনের সময় বিএনপির পক্ষ হয়ে কাজ করবেন নির্বাচনের দিন ভোট দেবেন, যাকে খুশি তাকে দেবেন। আপনার ভোটের মাধ্যমে আপনার পছন্দিত প্রার্থী নির্বাচিত হবে এর মধ্যে কেউ কারচুপি করতে পারবে না।

RSS
Follow by Email