রবিবার, ফেব্রুয়ারি ২, ২০২৫
Led03রাজনীতি

এসপিকে এড. মাসুম ‘যারা বিদায় নিয়েছে আপনিও তাদেরও পার্ট ছিলেন’

লাইভ নারায়ণগঞ্জ: খবরের পাতার সম্পাদক এড. মাহাবুবুর রহমান মাসুম বলেন, আমাদের এসপি বলেছে আমার পুলিশ দুর্নীতি করলে আমি এসপিগিরি ছেড়ে দিবো। আপনি এসপিগিরি ছেড়ে দিবেন সেটা বলা উচিত না। আপনার পুলিশ কত সাধু আমরা জানি। আপনিও তো আগে এসপি হননি। ওসি, এএসপি তারপর এসপি হয়েছেন। যারা বিদায় নিয়েছে আপনিও তাদেরও পার্ট ছিলেন। অতীত খুঁজলে অনেক কিছু পাওয়া যাবে। ডিসি, এসপি ও সিভিল সার্জন নিজের কাজ করলে এমনি সব সমস্যা সমাধান হয়ে যায়।

শনিবার (১ ফেব্রুয়ারী) বিকেলে নগরীর আলী আহমেদ চুনকা পাঠাগারের মিলনায়তনে নারায়ণগঞ্জ নাগরিক আন্দোলনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় এক বক্তব্য এ কথা বলেন এড. মাসুম ।

তিনি আরও বলেন, আমরা সবাই সুন্দর নারায়ণগঞ্জ চাই। আমরা সব সময় একটা সংগঠনের মধ্য দিয়ে সংগ্রাম করে দাবি আদায় করেছি। তবে সব সংগঠন একত্র করতে আমাদের বৃহত্তর সংগঠন দরকার। এই জেলার দূর্বৃত্তদের জন্য নারায়ণগঞ্জ সুন্দর ও শান্তিময় হয়ে পারে নি। তাদের জন্য আমাদের সন্তানকে হারাতে হয়েছে। আজ সমগ্র নারায়ণগঞ্জ ভেঙে পড়েছে। আমাদের নারায়ণগঞ্জ হাজারো সমস্যা জর্জরিত। এই সমস্যা সমাধানের জন্য আমাদের একত্র হতে হবে। আমরা যে পরিমান রাজস্ব দেই সেই পরিমাণে উন্নয়ন চাই। এক গডফাদার গেছে আরেকজন যেন না হয়। ওসমান পরিবারের কাছে নারায়নগঞ্জের কাছে জিম্মি ছিল। মেয়র আইভী আওয়ামীলীগ হলেও সে গডপাদারের বিরুদ্ধে কথা বলেছে। কিন্তু তাও তাকে নিয়ে সেলিম ওসমানের সাথে মিশিয়ে ফেলছে। আমি জানি না ভালোকে ভালো বলতে কি সমস্যা। মেয়র আইভী সেদিন নেতৃত্ব না দিলে ওসমানরা আমাদের অস্তিত্ব রাখতো না। বিভিন্ন দেশে দেখি একনায়ক পালায়। কিন্তু শেখ হাসিনা যখন পালায় তার গুষ্টি নিয়ে পালায়। এই যে বিভিন্ন যায়গা আজমীর খুনির পোষ্টার লাগানো আছে সেগুলোর জন্য প্রশাসনকে জবাবদিহিতা করতে হবে। আমরা আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। নারায়ণগঞ্জ আমাদের মা, আমাদের মাকে বাঁচাতে হবে।

নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি ভবানী শংকর রায়ের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, নারায়ণগঞ্জ নাগরিক আন্দোলনের আহ্বায়ক রফিউর রাব্বি, জেলা সাংস্কৃতিক জোটের সভাপতি জিয়াউল ইসলাম কাজল, গণসংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়ক অঞ্জন দাস, খেলাঘরের সভাপতি জহিরুল ইসলাম, জেলা বাসদের সদস্য আবু নাঈম খান বিপ্লব, সুজনের পক্ষ থেকে ঝিমান সহ জুয়েল, জেলা মহিলা পরিষদের সভাপতি লক্ষী চক্রবর্তী, ন্যাপের জাহাঙ্গীর আলম টিপু, কাশিপুর নাগরিক সমাজ সভাপতি নূর আলম দিদ্দিকি, কুতুবপুর নাগরিক কমিটির সদস্য সচিব ও বাসদ জেলা কমিটির সদস্য এস এম কাদির, জেলা মহিলা পরিষদ ঋণু আহমেদ, জেলা লেখক সংঘের সভাপতি জাকির হোসেন, সাংস্কৃতিক জোটের জহিরুল ইসলাম মিন্টু।

RSS
Follow by Email