রবিবার, জানুয়ারি ২৬, ২০২৫
Led01রাজনীতি

না.গঞ্জে মান্না ‘ঐক্যবদ্ধ হলে দেশের স্বার্থে কাজ করা সহজ হবে’

লাইভ নারায়ণগঞ্জ: নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, ‘যারা রাজনীতিতে বিবাদ তৈরি করছে, তাদের এখনই আলোচনায় বসা উচিত। দুই পক্ষ একে অপরের মুখোমুখি দাঁড়ালে সংকট আরও বাড়বে। আমরা যদি ঐক্যবদ্ধ হতে পারি, তাহলে দেশ ও জনগণের স্বার্থে কাজ করা সহজ হবে।’

শুক্রবার (২৪ জানুয়ারি) প্রয়াত সাবেক এমপি এবং নারায়ণগঞ্জ নাগরিক ঐক্যের সাবেক আহ্বায়ক এস এম আকরামের স্মরণে এক সভার আয়োজন করা হয়। এসময় সভায় উপস্থিত থেকে এ কথা বলেন মাহমুদুর রহমান মান্না।

সভায় তিনি আরও বলেন, ‘আমরা এখন এক সংকটময় সময় অতিক্রম করছি। এ পরিস্থিতি থেকে উত্তরণের একমাত্র পথ হলো ঐক্য। যদি আমরা ঐক্যবদ্ধ থাকি, কোনো কিছুই আমাদের অগ্রগতিতে বাধা সৃষ্টি করতে পারবে না। আমি রাজনীতি করছি এবং এর মধ্যেই থাকব। আমার একসময় প্রতিপক্ষ ছিলেন ওবায়দুল কাদের। তার অবস্থান ও আমার অবস্থান ভিন্ন জায়গায় ছিল। কিন্তু আমরা নিজেদের অবস্থান নিয়ে প্রশ্ন তুলেছি। রাজনীতি আজ অনেক সংকটময় অবস্থায় রয়েছে।’

মান্না আরও বলেন, ‘প্রধানমন্ত্রী একসময় বলেছিলেন দেশের কী উন্নতি হচ্ছে দেখুন। আমার পিওনও চারশো কোটি টাকার মালিক। এখন আপনারাই প্রশ্ন করুন, কীভাবে এমনটা সম্ভব হলো।’

সভায় এস এম আকরাম স্মরণ পরিষদের আহ্বায়ক দেলোয়ার হোসেন চুন্নুর সভাপতিত্বে বক্তব্য রাখেন, নাগরিক ঐক্যের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম, মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, আমরা নারায়ণগঞ্জবাসীর সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুর উদ্দিন আহমেদ, নাগরিক কমিটির সভাপতি অ্যাডভোকেট এবি সিদ্দিকী, ওয়ার্কার্স পার্টির জেলা সাধারণ সম্পাদক হিমাংশু সাহা, বাসদ নারায়ণগঞ্জ জেলার সদস্য সচিব আবু নাইম খান বিপ্লব, বাংলাদেশ মহিলা পরিষদ নারায়ণগঞ্জের সভাপতি রিনা আক্তার।

RSS
Follow by Email