যারা বাবার পাশে ছিলেন, আমাদের পাশেও থাকবেন: সবুজ
লাইভ নারায়ণগঞ্জ: প্রয়াত সাংবাদিক তোফাজ্জল হোসেনের স্বরণে তাঁর বড় ছেলে মনিরুল ইসলাম সবুজ বলেছেন, আমার বাবা আমাদের ভাই বোনদের সব থেকে মূল্যবান যে সম্পদ সেটা দিয়ে গেছে। সেটা হলো সুশিক্ষা ও সঠিক পথে চলা।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বিকেলে সাংবাদিক তোফাজ্জল হোসেন নাগরিক স্বরণ পরিষদ’র আয়োজিত সভায় তিনি এসব কথা বলেন।
মনিরুল ইসলাম সবুজ বলেন, আমি দৈনিক ইয়াদ পত্রিকার দায়িত্ব নিয়েছি। আপনারা যারা আমার বাবার পাশে ছিলেন, তেমনিভাবে আপনারা আমাদের পাশেও থাকবেন। আমার বাবা দৈনিক ইয়াদ যেভাবে চালিয়ে গেছেন, আমরাও সেভাবে ধারাবাহিকভাবে চালিয়ে যাবো। আজকের আয়োজনের জন্য সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।