শুক্রবার, জানুয়ারি ২৪, ২০২৫
Led03গণমাধ্যম

তোফাজ্জল প্রতিবাদ করতে গিয়ে অনেক অত্যাচারের শিকার হয়েছে: মাও. মঈনুদ্দিন

লাইভ নারায়ণগঞ্জ: জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মঈনুদ্দিন আহমদ বলেছেন, নিঃসন্দেহে বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন সাংবাদিক তোফাজ্জল হোসেন। তিনি ছাত্র নেতা ছিলেন, সাংবাকিদ ছিলেন, বৈষম্যহীন বাংলাদেশ গড়ার জন্য, ইসলাম ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য তোফাজ্জল আজীবন কাজ করেছেন।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বিকেলে সাংবাদিক তোফাজ্জল হোসেন নাগরিক স্বরণ পরিষদ’র আয়োজিত সভায় তিনি এসব কথা বলেন।

মাওলানা মঈনুদ্দিন আহমদ বলেন, তোফাজ্জল হোসেন একজন সাহসী মানুষ ছিলেন এটা সবাই জানে। স্বৈরাচারের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে ভূমিকা পালন করেছেন। এই প্রতিবাদ করতে গিয়ে অনেক অত্যাচারের শিকার হয়েছে। সে সব সময় সচ্ছলভাবে থাকার চেষ্টা করেছে।

RSS
Follow by Email