আওয়ামী লীগ অপকর্ম করে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়েছে: এড. টিপু
লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ মহানগর বিএনপি’র সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু বলেছেন, আমাদের রাজনৈতিক অভিভাবক তারেক রহমান বিগত ১৬ বছর ও বর্তমানেও বলেছেন যে, আওয়ামী লীগ যা করবে আপনারা তা করবেন না। আওয়ামী লীগ অপকর্ম করে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়েছে। আপনারা সবাই জনগণের পাশে দাঁড়াবেন, মা-বোনদের পাশে দাঁড়াবেন। এবং জনগণের বিপদের তাদের পাশে থাকবেন।
মঙ্গলবার (২১ জানুয়ারি) বিকেলে বন্দর থানা বিএনপি’র উদ্যেগে, স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও সাবেক প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমানের ৮৯তম জম্ম বার্ষিকী উপলক্ষে, শীতার্তদের মাঝে কম্বল বিতরণ পূর্ব বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এড. আবু আল ইউসুফ খান টিপু বলেন, বিগত ১৬ বছর মানুষ ভোট দিতে পারে নাই। আগামীতে আপনারা সুষ্ঠ নির্বাচনের মাধ্যমে বিএনপি তথা ধানের শীষ মার্কায় ভোট দিয়ে, আমাদের নেতা তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের সুযোগ করে দিবেন। আপনারা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন, সে যাতে আবার সুস্থ হয়ে দেশের মানুষের সেবা করতে পারে। তারেক রহমান যাতে দেশে না আসতে পারে তার জন্য দেশে বিদেশে ষড়যন্ত্র চলছে। আপনারা দোয়া করবেন সে যাতে দেশে এসে মানুষের মুখে হাসি ফুটাতে পারে।