না.গঞ্জে মাদ্রাসার শিশুদের মাঝে অগ্রগতির শীতবস্ত্র বিতরণ
লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সদরে বিভিন্ন মাদ্রাসার এতিম ও দরিদ্র শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করে অগ্রগতি ওয়েলফেয়ার ফাউন্ডেশন। সোমবার (২০ জানুয়ারি) সদরের আহমদিয়া আরাবিয়া মাদ্রাসা, মিসবাহুল মিল্লাত মাদ্রাসা, মোহাম্মদিয়া মাদ্রাসা ও এতিমখানা এবং হাজী শরীয়ত উল্লাহ তাহফিজুল কুরআন মাদ্রাসায় এই শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি নিয়াজ মাহমুদ রাফি, সাধারণ সম্পাদক জুবাইদুল ইসলাম এবং প্রচার সম্পাদক রবিন। সভাপতি নিয়াজ মাহমুদ রাফি বলেন, “এতিম ও গরিব-দুঃস্থ পরিবারের শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। এটি আমাদের সংগঠনের একটি গুরুত্বপূর্ণ মানবিক উদ্যোগ। আমাদের এই মহৎ কাজে যারা সহযোগিতা করেছেন, তাদের প্রতি আমরা আন্তরিক কৃতজ্ঞ। তাদের সহযোগিতা আমাদের জন্য অত্যন্ত অনুপ্রেরণাদায়ক।”
তিনি আরও বলেন, “আমরা বিশ্বাস করি যে, সমাজের সকল স্তরের মানুষের সহযোগিতা ও সমর্থন পেলে এ ধরনের মানবিক কার্যক্রম আরও বৃহৎ পরিসরে পরিচালনা করা সম্ভব। অগ্রগতি ওয়েলফেয়ার ফাউন্ডেশন মানবতার সেবায় কাজ করতে দৃঢ় প্রতিজ্ঞ।”
উল্লেখ্য, অগ্রগতি ওয়েলফেয়ার ফাউন্ডেশন ২০২৪ সালের আগস্ট মাসে শিক্ষার্থীদের দ্বারা প্রতিষ্ঠিত একটি অরাজনৈতিক সামাজিক সংগঠন। সংগঠনটি বর্তমানে নারায়ণগঞ্জ সদর উপজেলায় কাজ করছে এবং ভবিষ্যতে জেলা ও জাতীয় পর্যায়ে কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে