সোমবার, জানুয়ারি ২০, ২০২৫
Led03রাজনীতি

জিয়াউর রহমান বেচেঁ থাকলে শেখ হাসিনার মতো খুনি-ফ্যাসিস্ট জন্ম হতো না: এড. টিপু

লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ মহানগর বিএনপি’র সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু বলেছেন, শহীদ জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক, তিনি একজন দেশ প্রেমিক। জিয়াউর রহমান ১৯ দফার বাস্তবায়নের মাধ্যমে এই বাংলাদেশের মানুষকে মুক্তি সনদ দিয়েছিলো। যারা বাংলাদেশকে ভালোবাসে তাদের সবাইকে জিয়াউর রহমানকে শ্রদ্ধার সাথে স্বরণ করতে হবে। কারণ বাংলাদেশের জাতীয়তাবাদী বিশ্বাসীর একমাত্র অগ্রনায়ক হলেন জিয়াউর রহমান। শহীদ জিয়াউর রহমান জন্ম না নিলে বাংলাদেশ পেতাম না। তিনি জন্ম না নিলে আমরা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মতো আদর্শ নেত্রী পেতাম না। তাঁরা জন্ম না নিলে তারুণ্যের অহংকার, আমাদের নেতা তারেক রহমানকে পেতাম না।

রবিবার (১৯ জানুয়ারি) বিকালে নারায়ণগঞ্জ হোসিয়ারি সমিতির প্রঙ্গণে, জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে মহানগর বিএনপির দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

এড. আবু আল ইউসুফ খান টিপু বলেন, শহীদ জিয়াউর রহমান না থাকলে একটি তলা বিহীন ঝুড়িকে, সমৃদ্ধশালী বাংলাদেশকে বিশ্বের বুকে পরিচিতি করাতে পারতাম না, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হতো না, বাক স্বাধীনতা ফিরে পেতাম না, সংবাদপত্রের স্বাধীনতা ফিরে পেতাম না। আজকে শহীদ জিয়াউর রহমানের জন্মদিনে যেমন আমাদের আনন্দ তেমনি আমাদের বেদনা। কারণ উনি আমাদের মাঝে নাই। জিয়াউর রহমান বেচেঁ থাকলে শেখ হাসিনার মতো খুনি, ফ্যাসিস্ট জন্ম হতো না। দীর্ঘ ১৬ বছর ক্ষমতায় থাকতে পারতেন না। আসুন আমরা সবাই তাঁর মতো দেশ প্রেমিক হয়ে উঠি।

RSS
Follow by Email