শুক্রবার, জানুয়ারি ১৭, ২০২৫
Led03আদালতসিদ্ধিরগঞ্জ

সিদ্ধিরগঞ্জে তিন প্রতিষ্ঠানে ৬১৬ কেজি পলিথিন জব্দ-জরিমানা

লাইভ নারায়ণগঞ্জ:সিদ্ধিরগঞ্জে সাহারিয়া স্টোর, বায়েজিদ স্টোর এবং শাওন স্টোরে নামে তিনটি প্রতিষ্ঠানে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয়েছে। এ সময় প্রতিষ্ঠান গুলো থেকে ৬১৬ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দসহ ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) চিটাগাং রোড এলাকায় ওই তিনটি প্রতিষ্ঠানে ওই অভিযান পরিচালনা করা হয়।

নারায়ণগঞ্জ পরিবেশ অধিদপ্তর কার্যালয়ের সহকারী পরিচালক এ.এইচ.এম রাসেদ অভিযানের প্রসিকিউশন প্রদান করেন।

পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইং-এর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী সচিব আব্দুল্লাহ আল-মামুনের নেতৃত্বে এই মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযানে নারায়ণগঞ্জ জেলা পুলিশ এবং পরিবেশ অধিদপ্তরের জেলা কার্যালয়ের কর্মকর্তারা অংশ নেন। বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর ৬(খ) ধারা অনুযায়ী এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৬১৬ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করার পাশাপাশি এই তিন প্রতিষ্ঠানের কাছ থেকে মোট ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, নারায়ণগঞ্জে নিষিদ্ধ পলিথিনের বিক্রয়, প্রদর্শন, মজুদ ও ব্যবহার রোধে এ ধরণের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

RSS
Follow by Email