শুক্রবার, জানুয়ারি ১৭, ২০২৫
Led03রাজনীতি

শেখ মুজিবুরের নাম হাটিয়ে না.গঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন

লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়’-এর নাম পরিবর্তন করে ‘নারায়ণগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়’ করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে ওই সিদ্ধান্ত গৃহীত হয়। এটি দেশের ৫৬তম পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে ঘোষিত।

তথ্য সূত্র জানা যায়, ২০২০ সালের ৯ ডিসেম্বর বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদনে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়। ২০২৩ সালের ৪ সেপ্টেম্বর তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভায় বিশ্ববিদ্যালয় আইন অনুমোদন পায়, যা ২ নভেম্বর জাতীয় সংসদে পাস হয়। বিশ্ববিদ্যালয় স্থাপনে সরকার এখনো জমি অধিগ্রহণের উদ্যোগ নেয়নি বলে জানা গেছে। তবে ফতুল্লার জালকুড়ি এলাকায় এই বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে বলে বিভিন্ন সময় শোনা গিয়েছে।

RSS
Follow by Email