বুধবার, জানুয়ারি ১৫, ২০২৫
Led05সিদ্ধিরগঞ্জ

শৃঙ্খলা ফিরিয়ে আনতে মহাসড়কে হাইওয়ে পুলিশের অভিযান

# সুশৃঙ্খলতা ফিরিয়ে আনতে অভিযান ১৫ দিন চলমান থাকবে: অতিরিক্ত পুলিশ সুপার সীমা রানী

লাইভ নারায়ণগঞ্জ: মহাসড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে উচ্ছেদ অভিযান চালিয়েছে হাইওয়ে পুলিশ। মঙ্গলবার (১৪ জানুয়ারি) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল মোড় এলাকা থেকে শুরু করে সাইনবোর্ড পর্যন্ত এ উচ্ছেদ অভিযান চালায় পুলিশ। এ সময় উচ্ছেদ অভিযানের নেতৃত্ব দেন হাইওয়ে পুলিশ গাজীপুর অঞ্চলের অতিরিক্ত পুলিশ সুপার সীমা রানী সরকার (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত)।

অভিযানে মহাসড়কের চাঁদাবাজি বন্ধে ও শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে অবৈধ ভাবে গড়ে উঠা দোকানপাট উচ্ছেদ করা হয়। এছাড়াও ২৫টি বিভিন্ন যানবাহন আটক করে মামলা দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। যার মধ্যে ফিটনেস বিহীন যানবাহনসহ অযান্ত্রিক যান রয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন কাঁচপুর হাইওয়ে থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) ওয়াহিদ মোরশেদ ও শিমরাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবু নাঈম।

হাইওয়ে পুলিশ গাজীপুর অঞ্চলের অতিরিক্ত পুলিশ সুপার সীমা রানী সরকার বলেন, মহাসড়কের সুশৃঙ্খলতা ফিরিয়ে আনতে অযান্ত্রিক যান ও অবৈধ যানবাহন এবং ফুটপাট দখল করে গড়ে ওঠা অবৈধ দোকানপাট বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে। আমাদের এই অভিযান ১৫ দিন চলমান থাকবে।

RSS
Follow by Email