বুধবার, জানুয়ারি ১৫, ২০২৫
Led03রাজনীতি

বিএনপির নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজি-অপকর্ম করলে তাদেরকে বেঁধে রাখবেন: এড. সাখাওয়াত

লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান বলেছেন, বিএনপি জনগণের দল, বিএনপি জনগণের জন্য রাজনীতি করে। আমরা যারা এখানে বিএনপি করি আগে আমাদেরকে ভালো হতে হবে। আমরা যদি সে শামীম ওসমান, সেলিম ওসমান, আজমেরী ওসমান ও অয়ন ওসমানের মতো পথ অবলম্বন করবে তাদের জন্য কপালে খারাপি আছে। আমাদের নেতা তারেক রহমান বলেছেন সন্ত্রাসী অন্যায়কারী দুর্নীতিবাজ ও দখলবাজ এবং চাঁদাবাজ কে বিএনপিতে আশ্রয় দেওয়া হবে না। বিএনপিতে থেকে যারা অপকর্ম করবে তাদের ঠিকানা হবে জেলখানায়। তাদের জায়গা কিন্তু বিএনপিতে হবে না। আপনারা আপনারা ঐক্যবদ্ধ থাকবেন।

সোমবার (১৩ জানুয়ারি) বিকেলে ১২নং ওয়ার্ড বিএনপি’র উদ্দ্যেগে, রাষ্ট্রীয় কাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নে জনসম্পৃক্ততা ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ এবং লিফলেট বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এড. সাখাওয়াত হোসেন খান বলেন, ১৫ বছর নারায়ণগঞ্জ আইনের কোন শাসন ছিল না। ওই সন্ত্রাসী শামীম ওসমান সেলিম ওসমান আজমেরী ওসমান ও অয়ন ওসমানের গুম, খুন ও হত্যা নির্যাতনের মাধ্যমে নারায়ণগঞ্জের মানুষকে দমিয়ে রেখেছিল। নারায়ণগঞ্জের মানুষের সম্পদ লুটপাট ও সন্ত্রাসী কর্মকান্ড করে তারা হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে। দুর্নীতির মাধ্যমে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। নারায়ণগঞ্জ মানুষকে তারা বিভিন্নভাবে হয়রানি করেছে এবং মামলা দিয়ে তারা জেল হাজতে প্রেরণ করেছিল। গত ১৫ বছরে নারায়ণগঞ্জের মানুষ সুষ্ঠু বিচার পায় নাই।

তিনি বলেন, যদি কেউ বিএনপির নাম ভাঙ্গিয়ে কোন চাঁদাবাজি অপকর্ম করবে তাদেরকে বেঁধে রাখবেন। পুলিশে দিবেন আর না পারলে আমাদেরকে খবর দিবেন আমরা এসে তাদের বিরুদ্ধে সাংগঠনিক অবস্থান নেওয়ার পর পাশাপাশি দল থেকেও তাদেরকে বহিস্কার করা হবে। আর যারা এ সকল সন্ত্রাসী ও চাঁদাবাজি করবে তাদেরকে কান ধরে বিএনপি থেকে বের করে দেয়া হবে। আর তাদেরকে সাবধান করে দিতে চাই গত ১৫ বছর শামীম ওসমান,সেলিম ওসমন, আজমেরী ওসমান ও অয়ন ওসমানের সাথে থেকে সন্ত্রাসী করেছেন তাদের অনেকেই আজকে বিএনপি তৃতীয় শ্রেণীর নেতাদের সঙ্গে ঢুকে গিয়ে বিএনপিতে অনুপ্রবেশের চেষ্টা করছেন। অনুপ্রবেশকারীদেরকে বলতে চাই সাবধান বিএনপিতে অনুপ্রবেশকারীদের কোন স্থান নাই। যারা অনুপ্রবেশ করতেছেন তারা সাবধান হয়ে যান আপনাদের স্থান কিন্তু হবে জেলে। আমরা কোন অন্যায়কে প্রশ্রয় দেবো না নিজেরা কোন অন্যায় কাজে করবো না। শামীম ওসমান ও সেলিম ওসমানসহ তাদের দোসররা জনগণের উপরে যে টিম রোলার চালিয়েছে আমরা যদি তা করি তাহলে তো আমরা তাদের সমান হয়ে গেলাম। তাহলে আমাদের পার্থক্যটা কোথায় রইল। আমাদেরকে জনগণের পক্ষে থাকতে হবে এবং জনগণের জন্য কাজ করতে হবে।

RSS
Follow by Email